Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Bonobihari Jana books

follower

বনবিহারী জানা

ড. বিশ্বজিৎ গােস্বামী বর্ধমান জেলার কাটোয়ার নিকটস্থ কোশীগ্রামে ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে কাটোয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কাটোয়া কাশীরাম দাস বিদ্যারতন থেকে মাধ্যমকি ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তারপর পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বি.এফ.এসসি.) ও স্নাতকোত্তর (এম. এফ. এসসি.) ডিগ্রি লাভ করেন। বরাবরের মেধাবী ও উদ্যোগী ছাত্র ড. গােস্বামী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ বিভাগে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে মৎস্যবিজ্ঞান শাখায় ‘নেট’ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) থেকে গ্রামীণ উন্নয়নে (PGDRD) পােস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাভ করেন। ম্যানেজ (MANAGE), হায়দ্রাবাদ থেকে পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট (PGDAEM) ডিপ্লোমা অর্জন করেন। | ড. গােস্বামী ২০০৫ সালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষিণ দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে মৎস্যবিজ্ঞান বিশেষজ্ঞ হিসাবে যােগদান করেন। তিনি পঃ বঃ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদে অতিথি অধ্যাপক হিসাবেও সুনামের সঙ্গে কাজ করেছেন। দেশের বিভিন্ন মৎস্য বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে মৎস্য বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে অনেক গবেষণাপত্র ও বই প্রকাশিত হয়েছে। তাঁর দুটি আন্তর্জাতিক প্রকাশিত বই 'Contribution of Women in Fishery Sector (Scholar's Press) Impact of KVK on Knowledge and Adoption of Scientific Fish Culture (LAMBERT Academic Publishing), এছাড়াও গবেষণা পত্রের সংখ্যা ২৫ (ইংরাজী) ও বাংলায় ২০টি। ভারত সরকার ও রাজ্য সরকারের সহায়তা নিয়ে একাধিক গবেষণাধর্মী উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করেছেন। দূরদর্শনের কৃষি অনুষ্ঠান মৎস্য বিশেষজ্ঞ হিসাবে আমন্ত্রিত হয়েছেন।

বনবিহারী জানা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed