Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shamim Kobir books

follower

শামীম কবীর

Shameem Kabir- জন্ম ১৯৭১ সালের ১৯ এপ্রিল বগুড়ার কাহালু গ্রামে নানাবাড়িতে। শৈশব থেকেই শামীম কবিতা অনুরাগী। রংপুর ক্যাডেট থেকে মাধ্যমিক এবং রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর প্রথাগত পড়ালেখার প্রতি অনীহার কারণে একাডেমিক পড়াশোনার সাথে সম্পর্ক-ছেদ ঘটে। কিছুদিন বিরতির পর বগুড়ার আজিজুল হক কলেজে গ্রাজুয়েশনের জন্য ভর্তি হলেও তা শেষ করেননি এবং সেসময়ে লেখালেখির সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়েন। ১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত সময়ে লিটল ম্যাগাজিন-কেন্দ্রিক ঢাকার সাহিত্য জগতের সাথে শামীম প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। নদী, প্রান্ত, দ্রষ্টব্য, রূপম, একবিংশ ইত্যাদি লিটল ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হতো। ব্যক্তিগত জীবনে শামীম খুব শান্ত প্রকতির হলেও ভেতরে ভেতরে ছিলেন প্রচণ্ড অস্থির ও বোহেমিয়ান সত্তার অধিকারী। শামীমের কবিতা নব্বই দশকের অন্যতম বৈশিষ্ট্যসূচক। নিজস্বতায় ঋদ্ধ নাগরিক ব্যক্তিরÑনৈঃসঙ্গ্য, যন্ত্রণা, চারিত্রিক বহুত্বতা, মনস্তাত্ত্বিক ব্যাধি আর বিচ্ছিন্নতাবোধের চর্মহীন কঙ্কাল যেন শামীমের কবিতা। লেখার পাশাপাশি শামীম ছবি আঁকতেন এবং চমৎকার গান গাইতেন। ১৯৯৫ সালের ২ অক্টোবর বগুড়ায় নিজ বাড়িতে শামীম আত্মহত্যা করেন।

শামীম কবীর এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed