Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shafikul Hasan Sohel books

follower

সফিকুল হাসান সোহেল

সফিকুল হাসান সোহেল। লেখক ও গবেষক। দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সাংবাদিকতায় প্রবেশ। প্রথমে মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ কয়েক বছর চর্চার পর বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে স্পোর্টস বিটে প্রায় একযুগের অভিজ্ঞতা। প্রবন্ধ দিয়ে সাহিত্য অঙ্গনে প্রবেশ করলেও কলাম, কবিতা, গল্প, অণুগল্পও দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ হলেও প্রায় ২০ বছর আগেই তার প্রবন্ধগ্রন্থ প্রকাশ হবার কথা ছিলো সেটা নানা কারণে আলোর মুখ দেখেনি। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা তিন শতাধিক। নানা বিষয় নিয়ে প্রবন্ধ চর্চা করছেন। তবে বাউলদের খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেসব বিষয় নিয়েই আসবে পরবর্তী বইটিও। এছাড়া গল্প ও অণুগল্পের পাণ্ডুলিপিও তৈরি রয়েছে। প্রকৃতির মাঝে বড় হওয়ায় বাংলার প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছেন। তাইতো দিগন্ত বিস্তৃত প্রকৃতি, মাথার ওপর খোলা নীল আকাশ, সবুজ বন, গাছগাছালি, টিলা আর নদী তাকে কাছে টানে। একটা অদৃশ্য খোঁজের পেছনে চিরকাল তার ছুটে চলা। ফর্মকে ভাঙতে আবার গড়তে পছন্দ করেন। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ মাগুরায় জন্মগ্রহণ করেন। পিতা মৃত মো. মতিউর রহমান ছিলেন টিএন্ডটির (অধুনা বিটিসিএল) কর্মকর্তা আর মাতা সুরাইয়া বেগম গৃহিনী। দুই ভাই এক বোনের মধ্যে মেঝ তিনি।

সফিকুল হাসান সোহেল এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed