অত্যাল্প সময়ের ব্যাপক ভিত্তিতে গবেষণালব্দ তথ্যসম্ভারে সমৃদ্ধ বাংলা পাওয়ার' বইটি প্রকাশিত হলাে। আটমাসব্যাপী বিভিন্ন বিশুদ্ধ তথ্য সংযােজন অশুদ্ধ তথ্য বিয়ােজনের মাধ্যমে বাংলা পাওয়ার’ বই এর কলেবর বৃদ্ধি করা হয়েছে। কুয়াশার প্রতিটি ফোটা যেমন নির্ভেজাল দ্রুপ নির্ভেজাল তথ্যসমূহ অন্তর্ভূক্ত করার চেষ্টা করেছি বইটিতে। পৃথিবীতে একমাত্র মহাগ্রন্থ আল-কোরআনই স্বতসিদ্ধ গ্রন্থ তাছাড়া প্রায় সকল বইয়ে ভুল থাকাটা স্বাভাবিক; যদিও আমরা আপ্রাণ চেষ্ঠা করেছি বইটিকে শতভাগ নির্ভুল করার তবুও আমাদের অজ্ঞাতসারে যদি কোনাে ভুল হয়ে যায় তবে অবশ্যই ক্ষমাসুলভ চোখে দেখবার জন্য অনুরােধ করা হলাে যাতে করে পরবর্তী সংস্করণে ভুলসমূহ পরিমার্জনা করতে পারি। বাংলা পাওয়ার' বইটি প্রতিটি শিক্ষার্থীর জন্য যাতে বিশেষভাবে ফলপ্রসূ হয় সে দিকটি মাথায় রেখে সম্পাদনা করা হয়েছে। বইটিতে আপনাদের উচ্চমাধ্যমিকের বাংলা ১ম পত্রের গদ্যাংশের সকল গদ্যসমূহের গুরুত্বপূর্ণ শব্দ সমূহের শব্দার্থ, উৎপত্তি, গুরুত্বপূর্ণ সমাসের ব্যাসবাক্যসহ সমাসের নাম, গুরুত্বপূর্ণ উপসর্গসমূহ, প্রকৃতি ও প্রত্যয়, সমার্থক শব্দ, গঠনগত দিকসমূহ সম্পর্কে মূল্যবান তথ্য সংযােজন করা হয়েছে, যাতে করে প্রাণাধিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ গল্পপাঠের সময় প্রতিটি গল্পের প্রচলিত, অপ্রচলিত শব্দসমূহ সম্পর্কে সুস্পষ্ঠ ধারণা লাভ করতে পারে। আমরা কবিতা নিয়ে বিশেষ ঝামেলার সম্মুখিন হই, কবিতার গুরুগম্ভীর ভাষাগুলাে বুঝতে সমস্যার সম্মুখিন হই, এই দিকটি বিবেচনা করে বইটিতে প্রতিটি কবিতা বিশেষভাবে ব্যাখ্যা করে উপস্থাপিত হয়েছে। প্রতিটি কবিতার লাইন বাই লাইন ধারাবাহিকভাবে ব্যাখ্যাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে যা প্রতিটি কবিতা সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা লাভ করতে বিশেষভাবে সহায়তা করবে। শিক্ষার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত নৈব্যক্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নসমূহ সংশ্লিষ্ট অধ্যায়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলা ২য় পত্রের ক্ষেত্রে অত্যান্ত সতর্কতার সাথে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলা ব্যাকরণ শিক্ষার্থীদের কাছে এক গােলকধাঁধার নাম, বাংলা ব্যাকরণ’ ভীতি নেই এমন শিক্ষার্থী দুর্লভ। শিক্ষার্থীদের বােধগম্যতার সুবিধার্থে অসংখ্য মৌলিক শটকার্ট নিয়ম সহজ ও সাবলীলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত বছরগুলােতে বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় যে বিষয়সমূহ হতে একাধিক প্রশ্ন করা হয়েছে, উক্ত বিষয় সমূহ গুরুত্বের সাথে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। সর্বোপরী বইটি লেখার সময় আমি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বইটি ভাষাবিন্যাস সহজ ও প্রাঞ্জল করার স্বার্থে বিশেষ যত্নবান হয়েছি। আমি একান্তভাবে আশাবাদী, শিক্ষার্থীদের বাংলা পাওয়ার বইটি সফলতার সাক্ষী হয়ে থাকবে ইনশাল্লাহ।