প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে জাতি হিসেবে আমেরিকা ধারণ করে আসছে নিজস্ব মূল্যবোধ ও আদর্শ। যে মূল্যবোধগুলো আমেরিকাকে ঐক্যবদ্ধ করে, যে সত্য আমেরিকানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত, সেটিই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ী নেতা কমলা হ্যারিসের ‘দ্য ট্রুথস উই হোল্ড- অ্যান আমেরিকান জার্নি’ বইটাতে। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে তিনি বড় হয়েছেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। এমন একটা কমিউনিটিতে তিনি বেড়ে উঠেছিলেন, যারা খুব গভীরভাবে ধারণ ও লালন করে সামাজিক ন্যায়বিচারকে। অল্প বয়স থেকেই সবসময় ন্যায়বিচারের জন্য নিজেকে নিবেদিত রেখেছিলেন কমলা। আইনের স্কুলে একজন প্রসিকিউটর ও পরে ডিসট্রিক্ট অ্যাটর্নি হিসেবে কর্মরত হওয়ার পর নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকান আইন প্রয়োগকারী ব্যস্থার অন্যতম প্রধান পরিবর্তনের প্রতিনিধি হিসেবে। এরপর ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হওয়ার পর নিপীড়িত ও বঞ্চিতদের কন্ঠস্বরে পরিণত হয়েছিলেন। ফোরক্লোজার ক্রাইসিসের সময় ব্যাংকগুলোকে শক্ত হাতে মোকাবেলা করেছিলেন; ক্যালিফোর্নিয়ার কর্মজীবী পরিবারগুলোর পক্ষে জিতেছিলেন ঐতিহাসিক সেটেলমেন্ট। প্রতিটি আমেরিকানের অধিকার প্রাপ্তির ও সমতাসূচক সমাজ গড়ার যে ঘোষণা রয়েছে আমেরিকার সংবিধানে, সেই সত্যকেই নিজের ভিতরে ধারণে সবসসময় সচেষ্ট ছিলেন কমলা। যেমন, একজন আইনজীবী হিসেবে কাজ করেছেন অপরাধীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ ও তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসার অভিপ্রায়ে। অপরাধের প্রতি ‘কঠিন’ বা ‘নরম’ হওয়া নয়, বরং ‘স্মার্ট’ হওয়াটাই তার মন্ত্র। এখানে স্মার্ট হওয়ার অর্থ হচ্ছে, সেই সত্যগুলো বোঝা যা জাতি হিসেবে আমেরিকানদের আরও উন্নত জায়গায় নিয়ে যাবে এবং সেই সত্যকে সমর্থন করা হবে সর্বশক্তি দিয়ে। রাজনৈতিক ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠেছেন কমলা হ্যারিস। একসময় হয়েছেন মার্কিন সিনেটের সদস্য। আমেরিকার অস্তিত্বের সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন, যার মধ্যে ছিল স্বাস্থ্য সেবা থেকে অভিবাসন, জাতীয় নিরাপত্তা থেকে ক্রমবর্ধমান বৈষম্যের মত ইস্যু। কমলা হ্যারিসের ‘দ্য ট্রুথস উই হোল্ড-অ্যান আমেরিকান জার্নি’ বইটি তার নিজ জীবন, চিন্তা ও আদর্শের প্রতিচ্ছবি। সমস্যা-সমাধান, সঙ্কট ব্যবস্থাপনা, চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্ব-পদ্ধতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এই বইয়ে। এর পাশাপাশি বর্ণিত হয়েছে তার নিজ জীবনের নানান গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। আমেরিকান সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে আগ্রহী সবাই এই বইটিতে খুঁজে পাবেন একজন দারুণ অনুপ্রেরণাদায়ী ও কর্মোদ্যমী মানুষকে।
Kamala D. Harris is the Vice President of the United States of America. She began her career in the Alameda County District Attorney's Office, then was elected district attorney of San Francisco. As California's attorney general, Harris prosecuted transnational gangs, big banks, Big Oil, and for-profit colleges, and fought against attacks on the Affordable Care Act. She also fought to reduce elementary school truancy, pioneered the nation's first open data initiative to expose racial disparities in the criminal justice system, and implemented implicit bias training for police officers. The second Black woman ever elected to the U.S. Senate and the first female, first Black, and first Indian-American Vice President, Harris has worked to reform our criminal justice system, raise the minimum wage, make higher education tuition-free for the majority of Americans, and protect the legal rights of refugees and immigrants.