ফ্ল্যাপে লিখা কথা বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে জীবনযাত্রার প্রয়োজনে ঘরে বাইরে আমরা বিজ্ঞানের অনেক উপকরণ ব্যবহার করি। মোবাইল ফোন, টেলিভিশন, রিফ্রিজারেটর, ফ্রিজার, ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কুকার, ব্লেনডার ইত্যাদি এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতি হিসেবে আমরা বিজ্ঞানবিমুখ! কিন্তু একজন সচেতন ব্যবহারকারী হিসেবেও আমরা এইসব উপকরণকে বিজ্ঞানের আলোকে জানতে চেষ্টা করি না। যাঁরা জানতে ইচ্ছুক তাঁদের সুবিধার্থে এই বইয়ে সহজ ভাসায় বহুল ব্যবহৃত প্রযুক্তিগত উপকরণগুলোর মৌলিক ধারণা দেওয়া হয়েছে এবং এইসব প্রযুক্তিনির্ভর পণ্যের সুবিধা-অসুবিধা, বিভিন্ন ফিচার-ফাংশন, কেনার আগে যেসব বিষয় নিয়ে ভাবতে হবে, ব্যবহারের নিয়ম ও টিপস ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়েছে। আশা করি বইটি প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে সবার কাছে সহজ ও আকর্ষনীয় করে তুলবে।
সূচিপত্র * ডিজিটাল ক্যামেরা * কম্পিউটার ও ল্যাপটপ * টেলিভিশন * মোবাইল ফোন * মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন * রেফ্রিজারেটর ফ্রিজার * জুসার, ব্লেন্ডার, মিক্সার ও ফুড প্রসেসর * প্রেসার, রাইস ও ইনডাকশন কুকার * ওয়াশিং মেশিন * ভ্যাকুয়াম ক্লিনার
জোবাইর ফারুক ১৯৬১ সালের ১১ নভেম্বর চট্টগ্রামের বােয়ালখালী উপজেলার আহল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাবিবুর রহমান এবং মাতা গুলতাজ খাতুন । পি সি সেন সারােয়াতলী হাই স্কুল, আগ্রাবাদ সরকারী কলােনী হাই স্কুল, স্যার। আশুতােষ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্টকহােম ইউনিভার্সিটিতে লেখাপড়া । তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরে সুইডেনের স্টকহােম ইউনিভার্সিটিতে কম্পিউটার ও সিস্টেম সায়েন্সে লেখাপড়া শেষ করে এরিকসন। কোম্পানীতে প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন কাজ করেন। বর্তমানে তিনি সুইডেন রেলওয়ের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।