এক সন্ধ্যেবেলায় ‘অদ্ভুত অবসর’ বইয়ের পাণ্ডুলিপিটি পড়বার পর ফ্ল্যাপে শ্রদ্ধেয় রেজাউদ্দিন স্টালিন লিখেছেনঃ “মোহাম্মদ ইসহাক খানের গল্পের বই ‘অদ্ভুত অবসর’ । ছোটগল্পের জন্যে রবীন্দ্রনাথের বিধিবদ্ধ সংজ্ঞা – ‘ছোট প্রাণ ছোট কথা/ ছোট ছোট দুঃখ ব্যথা/ নিতান্তই সহজ সরল’ – ইত্যাদি প্রবণতাপৃষ্ট গল্পের দিন এখন নেই। এখন গল্প একই সাথে ফিকশন এবং রিয়েলিস্টিক। বিশ শতকের একজন শ্রেষ্ঠ গল্পকার সের্গেই লুইস বোরহেস – তিনি উপন্যাসের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। গল্পের মধ্যে/শেষে একটা মোচড় থাকবে কিংবা একটা গল্পগল্প ভাব থাকবে অথবা মহত্তম কোন আদর্শিক কথা থাকবে এমন ফর্মুলার আবর্ত থেকে একুশ শতকের গল্পের মুক্তি ঘটেছে। এডগার এলান পো যিনি ছোটগল্পের শ্রেষ্ঠ নির্মাতা তিনিও বিধিবদ্ধতা মানেন নি। মোহাম্মদ ইসহাক খান বিধিবদ্ধতা মানতে চান নি। তার গল্প বয়ন কৌশল সহজ-অজটিল এবং নির্ভার। ব্যাধি, মা’কে খুঁজছি, বিস্মরণ, দাবাড়ু এই গল্প তার অভিজ্ঞতার গোলকধাঁধা। আমাদের চারপাশের জীবন ও সংসারের অভিঘাত থেকে প্রয়োজনীয় অংশগুলোকে তিনি গল্পের আদলে দাঁড় করাতে চেয়েছেন। একজন তরুণ গল্পকার হিসেবে তার সুযোগ আছে নিরীক্ষার কৃৎকৌশল প্রয়োগের। মোহাম্মদ ইসহাক খানের জীবনদৃষ্টি যত গভীর হবে, চিৎপ্রকর্ষের তত উন্নয়ন ঘটবে। লেখকের একটা নিজস্ব ভাবভঙ্গি অচিরকালের মধ্যে তৈরি হবে এমন প্রত্যাশা করি। একজন লেখকের শিক্ষক সে নিজেই। মোহাম্মদ ইসহাক খান প্রতিনিয়ত পরিমার্জনের মধ্য থেকে শুদ্ধতার দিকে যাবেন – যদিও পৃথিবীর কোন লেখক শতভাগ শুদ্ধতা অর্জন করতে পারেন না।” রেজাউদ্দিন স্টালিন ২৭.১২.১৩