"ডিসেন্ট অফ ম্যান" বইটির বিষয়সূচি: মুখবন্ধ প্রথম পরিচ্ছেদ- নিম্নশ্রেণির কোনও জৈবিক গঠন থেকে মানুষরূপেক্রমবিবর্তনের প্রমাণসমূহ : মানুষের উদ্ভব বিষয়ক প্রমাণসমূহের প্রকৃতি--মানুষ ও নিম্নশ্রেণির প্রাণীদের মধ্যে সমরূপ অঙ্গসংস্থান—পারস্পরিক সাদৃশ্যের বিবিধ বিষয়ক্রমোন্নতি—আদিম বা লুপ্তপ্রায় অঙ্গের সংস্থান, মাংসপেশী, জ্ঞানেন্দ্রিয়, চুল, অস্থি, জননেন্দ্রিয় ইত্যাদি—মানুষের উদ্ভব বিষয়ক এই তিনটি মূল শ্রেণিবিভাগ সম্বন্ধে তথ্যের বিন্যাস। (২৭-৪৬) দ্বিতীয় পরিচ্ছেদ- নিম্নতর কোনও জৈবিক গঠন থেকে বিবর্তিত হয়ে মানুষে উত্তরণের ধরন: মানুষের শারীরিক ও মানসিক গঠনের পরিবর্তনশীলতা— উত্তরাধিকার—রূপান্তরের কারণসমূহ—মানুষ এবং নিম্নশ্রেণির প্রাণীদের মধ্যে রূপান্তরের একই নিয়মসমূহ—জীবনের বিভিন্ন অবস্থার প্রত্যক্ষ ক্রিয়া—বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বর্ধিত ব্যবহার ও অব্যবহারের ফলাফল—গতিরুদ্ধ বিকাশ—পুনরাবর্তন পারস্পরিক সম্পর্কযুক্ত রূপান্তর—বৃদ্ধির হার বৃদ্ধিকে রোধ করা--প্রাকৃতিক নির্বাচন-পৃথিবীতে মানুষই সবচেয়ে আধিপত্য বিস্তারকারী প্রাণী—তার শারীরিক কাঠামোর গুরুত্ব---তার সোজা হয়ে দাঁড়াতে পারার পিছনের কারণসমূহ—তার ফলে কাঠামোগত পরিবর্তন-শৃদন্তের . আয়তনের ক্রমহ্রাস করোটির বর্ধিত আয়তন ও পরিবর্ধিত আকার-রোমহীনতা–লেজের অনুপস্থিতি--মানুষের প্রতিরোধহীন অবস্থা।(৪৭-৮৭) তৃতীয় পরিচ্ছেদ- মানুষের সঙ্গে নিম্নশ্রেণির প্রাণীদের মানসিক ক্ষমতার তুলনা: সবচেয়ে অ-সভ্য মানুষ ও সবচেয়ে উচ্চশ্রেণির বানরদের মধ্যে মানসিক ক্ষমতার ব্যাপক পার্থক্য নির্দিষ্ট কিছু সহজাত প্রবৃত্তি-আবেগ-অনুসন্ধিৎসা—অনুকরণ-মননানিবেশের ক্ষমতা---স্মৃতিশক্তি---কল্পনাশক্তি---যুক্তি--মস্তিষ্কের ক্রমবর্ধমান উন্নতি-জন্তু-জানোয়ার কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র-বিমূর্তায়ন, আত্মসচেতনতা–ভাবপ্রকাশের ভাষা—সৌন্দর্যবোধ-ঈশ্বরবিশ্বাস, আধ্যাত্মিক কার্যকলাপ, কুসংস্কার। (৮৮-১২৩) চতুর্থ পরিচ্ছেদ-মানুষ ও নিম্নশ্রেণির প্রাণীদের মানসিক ক্ষমতার তুলনা,পূর্বের আলোচনার পরবর্তী অংশ নৈতিক বোধ-মৌলিক প্রতিপাদ্য---সামাজিক প্রাণীর বৈশিষ্ট্য—সামাজিকতার উৎস– পরস্পরবিরোধী সহজাত প্রবৃত্তিগুলির মধ্যেকার দ্বন্দ্ব--মানুষ একটি সামাজিক জীব—দীর্ঘস্থায়ী সামাজিক প্রবৃত্তিগুলি স্বল্পস্থায়ী প্রবৃত্তিগুলির ওপর আধিপত্য করে—কেবলমাত্র অ-সভ্য বন্যদের চোখে মূল্যবান সামাজিক গুণসমূহ-আত্মসম্মানবোধ–বিকাশের উন্নততর অবস্থায় অর্জিত গুণ—আচার-আচরণ সম্পর্কে একই সম্প্রদায়ভুক্ত সদস্যদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির তাৎপর্য নৈতিক প্রবণতার পরিবর্তন ও ধারাবাহিকতা-সারসংকলন।(১২৪-১৫৮) পঞ্চম পরিচ্ছেদ-আদিম এবং সভ্য যুগে মননগত নৈতিক ক্ষমতার বিকাশ প্রসঙ্গে: প্রাকৃতিক নির্বাচনের মধ্যে দিয়ে মননগত ক্ষমতার অগ্রগতি--অনুকরণের গুরুত্ব--সামাজিক ও নৈতিক কার্যক্ষমতা---একই গোষ্ঠীর মধ্যে এইসব ক্ষমতার বিকাশ—প্রাকৃতিক নির্বাচন যেভাবে সুসভ্য জাতিগুলিকে প্রভাবিত করেছে—সুসভ্য জাতিগুলিও যে একদা বর্বর অবস্থায় ছিল তার প্রমাণাবলি। (১৫৯-১৭৮)