Summary:
Easy Chelated Zinc – ইজি চিলেটেড জিংক (চিলেটেড জিংক-১০ পার্সেন্ট)
প্রয়োগ মাত্রাঃ প্রতি ১ লিটার পানিতে ১.৭ গ্রাম পাউডার মিশ্রিত পানি ভালভাবে মিশিয়ে স্প্রে করুন।
প্রয়োগ ক্ষেত্রঃ
আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, পান, ঢেঁড়স, পটল, সিম, বরবটি, পালং শাক, ক্ষিরা, বাঙ্গি, কাকরোল, লেবু, মিষ্টিকুমড়া, ঝিঙ্গা, তরমুজ, সরিষা, বাদাম, চা, ডাল, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, আপেল কুল, আম, পেয়ারা, পেঁপে, কলা বিভিন্ন শোভা বর্ধন ফুল লোপ, গাঁদা, রজনীগন্ধা এবং অন্যান্য ফুল ও ফলসহ যাবতীয় ফসলে মেলানিন প্রয়োগ করা যায়।
কার্যকরী উপাদানঃ ১০ পার্সেন্ট জিংক বিদ্যমান। যার ১০০ ভাগই সরাসরি গাছ কর্তৃক গ্রহনীয়। চিলেটেড জিংক গাছের একটি আয়নিত অনুখ্যদ্য । দস্তার ঘাটতি পূরণে কার্যকরী পদার্থ।
অভাবজনিত লক্ষণঃ পাতায় ফোটা ফোটা মরিচ দাগ পগে, রং তামাটে হয়ে যায়। পাতার শিরা ও কিনারা হলুদ বর্ণ হয়ে যায়। নতুন পাতা ছোট হয়ে কুঁকড়িয়ে যায় ৷ ফলন কমে যায়।
কার্যকারীতাঃ আয়নিত অবস্থায় প্রয়োগ করা হয় বলে গাছ সরাসরি গ্রহন করতে পারে। ফলে গাছের প্রোটিন সংশ্লেষন ও হরমোনের কার্যকারীতা দ্রুত বৃদ্ধি পায় ৷ গাছের দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গাছের নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ গ্রহনের কার্যকারীত বাড়ে। ইহাতে ফলন বৃদ্ধি পায়। Specification: |
Title: | Easy Chelated Zinc |
Brand: | Siraj Tech |