প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ছড়াকার আমিনুল ইসলাম
কবি মতিউর রহমান মল্লিকের দষ্টিতে- ছড়াকার আমিনুল ইসলাম ও ৭০ দশকের দিকে সম্মানিত কবি ও গীতিকার আমিনুল ইসলামের সংগে আমার পরিচয় ঘটে। তাঁর বিনয় এবং আবেগ আমাকে মুগ্ধ করে। পরে আরাে আকৃষ্ট হই তাঁর গানের পারঙ্গতায়, কবিতার সারল্যে। গীতিকার আমিনুল ইসলাম এবং মানুষ আমিনুল ইসলামের মধ্যে পারতপক্ষে কোনাে বৈপরিত্য নেই। তাঁর যা বিশ্বাস,তা-ই উঠে আসে তাঁর লেখায়। সুতরাং তাঁর একটি অঙ্গীকার আছে, যে অঙ্গীকার অনেক লেখকেরই নেই এবং সে-অঙ্গীকার হচ্ছে দেশের সংগে অর্থাৎ মাটির সংগে, মানুষের সংগে অর্থাৎ একটি জাতির সংগে। বস্তুত এই অঙ্গীকার যাদের আছে, তাঁরা এক সময় না এক সময় গৃহীত হয়, জননন্দিত হয়। সন্দেহ নেই, কবি-গীতিকার আমিনুল ইসলাম তাঁদেরই অন্যতম। কবি আমিনুল ইসলামের একটি সুখদ পরিচয় আছে। কথাশিল্পী সাবিনা মল্লিক, কবি শাকিল রিয়াজ এবং নাট্যকার নাঈম আল-ইসলাম মাহিনের তিনি বড় ভাই। তাছাড়া গল্পকার সুমাইয়া নাফিস তার সহধর্মিনী। উপযুক্ত লেখক লেখিকাদের অনেকের বই-ই ইতােমধ্যে প্রকাশিত হয়েছে। গীতিকার আমিনুল ইসলামের বইও অনেক আগে প্রকাশিত হবার কথা ছিলাে। কিন্তু তা হয়নি যে কোনাে কারনেই হােক। “ছড়ায় ছন্দে শিখি” বইটির সবগুলাে লেখা আমি মনােযােগ দিয়ে পড়েছি। লেখাগুলােয় আছে। ছন্দ, আছে আনন্দ; আছে সুর, আছে আবেগ ঘন মধুর। ছােটদেরও ভালাে লাগবে, বড়দেরও ভালাে লাগবে।