“৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের আবির্ভাব পাকিস্তানের ক্রিয়া-প্রতিক্রিয়া(হামদুর রহমান কমিশন প্রতিবেদন বাছাইকৃত)" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ হামদুর রহমান কমিশন গঠিত হয়েছিল ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর তারিখে। ১৬ ডিসেম্বর ১৯৭১, পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে কোন্ অবস্থার পরিপ্রেক্ষিতে অসম্মানজনকভাবে আত্মসমর্পণ করেছিল এবং ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক পশ্চিম পাকিস্তানের সীমান্ত ও আজাদ কাশ্মীরে একতরফাভাবে হঠাৎ করে ঘােষিত যুদ্ধ বিরতির আহ্বান মেনে নিয়েছিল তা খতিয়ে দেখা এবং সেইসঙ্গে পাকিস্তানিদের সামনের দিনগুলােতে যেন এরূপ দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সুপারিশমালা প্রস্তুত করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান সুপ্রিম কোর্টের সে সময়ের প্রধান বিচারপতি হামদুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে। '৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম প্রতিপক্ষ ও বিরােধিতাকারী পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেড. এ. ভুট্টোর নির্দেশে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন যে থাকবে না এটিই স্বাভাবিক। তারপরও আলােচ্য কমিশনের প্রতিবেদনে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক অজানা অধ্যায় এবং উপাদান রয়েছে। এ কারণে হামদুর রহমান কমিশনের প্রতিবেদন বাঙালির ইতিহাস চর্চার অন্যতম উৎস হিসেবে বিবেচিত হতে পারে।
Title
’৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের আবির্ভাব পাকিস্তানের ক্রিয়া-প্রতিক্রিয়া(হামদুর রহমান কমিশন প্রতিবেদন বাছাইকৃত)