ড. মাযহার উদ্দিন সিদ্দিকী রচিত ‘ইসলাম ও অন্যান্য ধর্ম’ গ্রন্থটি উর্দু ভাষায় রচিত ‘ইসলাম আওর মাযাহিবে আলম’ নামক গ্রন্থ থেকে অনূদিত হয়েছে। গ্রন্থটি উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন মাওলানা মুহাম্মদ হাসান রহমতী। তিনি মূল গ্রন্থের হুবহু অনুবাদ করেছেন। মূল গ্রন্থের রচয়িতা ড. মাযহার উদ্দিন সিদ্দিকী পরবর্তীকালে ইসলামী চিন্তাবিদ হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। তিনি ইসলামের তত্ত্বজ্ঞান সম্বন্ধে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। পৃথিবীতে অদ্যবধি অসংখ্য ধর্মের আবির্ভাব ঘটেছে। এই ধর্মগুলোর কোনোটি বিলুপ্ত হয়েছে আবার কোনোটি এখনও সক্রিয় আছে। যে ধর্মগুলো এখনো সক্রিয় সেগুলোর আচার-আচরণ ও সংস্কৃতির ভিন্নতা রয়েছে। ইসলামি দর্শন হলো মূলত আল কোরআন ও হাদিসের ভিত্তিতে গঠিত একটি দার্শনিক মতবাদ। এ দর্শনের ভিত্তি কোরআন ও হাদিস হওয়ায় এ পথের দার্শনিকদের ইসলাম সম্বন্ধে সম্যক জ্ঞান লাভের প্রয়োজন রয়েছে। অথচ এ ক্ষেত্রে উপকরণের অভাব রয়েছে আমাদের ভাষায়। কোরআন ও হাদিসের আলোকে তত্ত্বীয় বিষয় সম্বন্ধে পৃথকভাবে শ্রেণিকরণ করে কোনো বিশেষ গ্রন্থাবলি বাংলা ভাষায় রচিতও হয়নি। অপরদিকে আমাদের প্রাচ্যে যে সকল ধর্ম এখনও সক্রিয় রয়েছে এবং সে সকল ধর্মের অনুসারিগণ যে ধর্মের আলোকে জীবনপথে পরিচালিত হচ্ছেন, সে সম্বন্ধে আমাদের ভাষায় প্রামাণ্য গ্রন্থের অভাব রয়েছে। ড. মাযহার উদ্দিন সিদ্দিকীর এ গ্রন্থে বিভিন্ন ধর্মের সারসংক্ষেপ তুলে ধরে তুলনামূলক আলোচনা করায় সে অভাব অনেকটা পূর্ণ হয়েছে। তাই এ গ্রন্থটি অধ্যয়নের ফলে বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকা একদিকে যেমন ইসলামি দর্শন পঠনের উপকরণ পাবেন, তেমনি বিভিন্ন ধর্মের বক্তব্য সম্বন্ধে একটা তুলনামূলক জ্ঞান লাভের সুযোগ পাবেন বলে আমাদের বিশ্বাস।