"স্টিভ জবস" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: পৃথিবী যখন ডিজিটাল হওয়ার চেষ্টায় ব্যস্ত তখন অনেকটা মসীহের রূপে আবির্ভূত হয়েছে স্টিভ জবস। ও জানত, একবিংশ শতাব্দীকে জয় করতে হলে প্রয়ােজন সৃজনশীলতা আর টেকনােলােজির অসাধারণ সমন্বয়। তাই তৈরি করল এমন এক কোম্পানি যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কল্পনা আর ইঞ্জিনিয়ারিং। সৃষ্টি হল এক জাদুকরী জগৎ। বইটির ব্যাপারে সহযােগীতা করেছে স্টিভ কিন্তু কোনদিন জানতে চায়নি কি লেখা হচ্ছে, কেন লেখা হচ্ছে। প্রকাশের আগে বইয়ের কোন অংশ পড়ারও আগ্রহ প্রকাশ করে নি। উল্টো বলেছে, “জীবনে এমন অনেককিছুই। করেছি যে সবের জন্য ব্রিত বােধ করি। যেমন- ২৩ বছর বয়সেই গার্লফ্রেন্ডকে প্রেগন্যান্ট বানিয়ে ফেলা, বাবা হিসেবে খানিকটা নির্বুদ্ধিতার পরিচয় দেয়া। তবে এসবের কোনকিছুই লুকানাের কোন ইচ্ছা আমার নেই।” বইতে স্পষ্ট হয়ে উঠেছে স্টিভের উদ্দেশ্য, ইচ্ছা, আকাক্ষা, ভালাে দিক-খারাপ দিক। আর পরিবারপরিজন, বন্ধু-বান্ধবের কথায় সেগুলাে আরও স্পষ্টতর হয়ে উঠেছে। অ্যাপলের হার্ডওয়্যার আর সফ্টওয়্যারগুলােতে যেমন মিল খুঁজে পাওয়া যায় তেমনি মিল খুঁজে পাওয়া যায় ওর তৈরি প্রােডাক্ট আর ওর পার্সোনালিটিতে। স্টিভের অসাধারণ জীবন তৈরি করেছে অসাধারণ এক গল্প। আর সেই অসাধারণ গল্প বলতেই এই বই।