প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
শফিকুর রহমান শান্তনু
টেলিভিশন খুললেই বিভিন্ন নাটকের নাট্যকারের ক্রেডিট টাইটেলে যে নামটি দেখা যায় তিনি শফিকুর রহমান শান্তনু। ১৯৮৪ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেয়া এই টগবগে তরুণ ধারাবাহিক ও একক নাটকসহ এপর্যন্ত ৪০০’র ওপরে টিভি নাটক লিখেছেন যেগুলি বিটিভি সহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত। ডাংগুলি, ভালোবাসার উল্টো পিঠ, টার্মিনাল, বাতিঘর, গপ্পো, পাল্টা হাওয়া, ধানশালিকের গাঁও, ছলে বলে কৌশলে, সোনার শেকল, সেকেন্ড হ্যান্ড, থ্রি কমরেডস, ইতি তোমার মা, কাতান শাড়ি, অবাক যোগসূত্র, তৃতীয় বিবাহবার্ষিকী, রিসেন্ট প্রেম তার উল্লেখযোগ্য নাটক। একসময়ে গান লিখেছেন ব্যান্ডসঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু, এসআই টুটুলসহ অনেকের জন্যে। লেখালেখির শুরুটা গল্প দিয়ে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গল্প প্রকাশিত হয়েছে। এরপর ঈদসংখ্যায় উপন্যাস। সেই সূত্র ধরে বই প্রকাশের যাত্রা শুরু। ইতোমধ্যে তার ভিন্নস্বাদের উপন্যাস ‘খামসূত্র’, ‘গবলিন’, ‘আমি অদ্ভুত মেয়ে’ পাঠকপ্রিয়তা পেয়েছে। মা সাহিদা রহমান, বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুর রহমান খান। বাবার বদলির চাকরির সুবাদে প্রায় ৭ টি স্কুলে পড়ার সুযোগ হয়েছে। নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশের পরে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে। নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ থেকে নাটক রচনা বিষয়ে প্রথম শ্রেণীতে ¯œাতকোত্তর শেষে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। ভাষায় রসবোধ ও জীবনের গভীর উপলব্ধিকে স্পর্শ করাই তার লেখার বিশেষত্ব।