"নরক নন্দিনী" বইয়ের ফ্ল্যাপের লেখা: কন্যা জায়া জননী। একজন নারীকে সমাজ কিছু অভিধা দেয়। কখনাে কখনাে সমাজের দুষ্টক্ষত যখন দগদগে ঘায়ে পরিণত হয়। সেখানে থেকে একজন নারীর কলংকিত পরিচয়ও তৈরি করা হয়। যখন কোনাে নারী সফল হয় তার পরিমাপ হয় নারীত্ব দিয়ে, যখন কেউ ঝরে পড়ে তার পরিচয় হয় সতীত্ব দিয়ে। সমাজের ঘাত-প্রতিঘাত আর পােড় খাওয়া একটি নারীর চারপাশ ঘিরে থাকে কিছু নারীরূপী ডাইনি আর পুরুষরূপী দাঁতাল সরীসৃপ। এই উপন্যাসে তনয়া নামের মেয়েটি বাংলাদেশী লাখাে তন্বী তনয়ার প্রতিনিধি হিসেবে এসেছে। সমাজের চোরাবালি তাকে নিয়ে যায় জীবনের চোরাগলিতে। সেখানে শকুনেরা ছিড়ে খায় মানুষের সুখ আর স্বপ্ন। যে মেয়েটি হতে পারত এই পৃথিবীর আলােক বাগানের একটি বাতি। তাকে বানানাে হয় নােংরা আনন্দের বাটখারা, বিকৃত সুখ লেহন করে নেয় পাশবিক উল্লাসে। চারপাশের নােংরা কীটরাই যেন হয়ে উঠে মাংসাশী চৌপদী। ঘুপচি গলির নােংরা প্রেষণে পিষ্ট হওয়া একটি মেয়ে কি চাইতে পারে না বেরিয়ে আসতে ওমন করাল থাবা থেকে? চারপাশের স্যাঁত স্যাঁতে দেয়াল তার বাঁধা হয়ে দাড়ায়। যে দেয়াল আমরা সব সময় জেনে না জেনে চাষ করি আমাদের অন্দরে বাহিরে। কখনাে রক্ষক দেখা দেয়া বুভুক্ষ ভক্ষকের অসুররূপে। এই নিশ্চিদ্র নরকের নারকীয় চক্র থেকে তনয়া কী পারবে নিজেকে বের করে আনতে? অথবা লাখাে তনয়ার জন্য বের হওয়ার পথ খুঁজে দিতে...
নিশাত তাবাসসুম প্রাপ্তি অর্থ হাসি খুশি পাওয়া। নামের শব্দ চয়নেও যিনি অনন্য। নেত্রের এই কন্যার জন্ম ২০০১ সালের ১০ নভেম্বর নেত্রকোণা জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। ছােট্ট প্রাপ্তি বড় হবার জীবনব্যাপী জীবনকে অনুসন্ধান করতে গিয়ে সাহিত্যের মতাে অমরত্বের দিকে অগ্রসর হন। শিল্পাচার্যে জীবনকে চিত্রের পটে আঁকা হয়তাে তার পক্ষে অসম্ভব ছিল। তাই নিঃশব্দে হাতে তুলে নেন কলমকে। সেই কলম যা আজন্মই চির অমর। কলমের কালিতে কখনও বয়সের ছাপ থাকে না। থাকে শুধু কাগজে কাগজে শব্দের তৈরি অনুভূতির আহুতি। নেত্রের এই কন্যা শৈশব থেকেই সাহিত্যের সুধা কে জীবনে লালন করেছিলেন। মাত্র ৯ বছর বয়সে স্থানীয় ভাবে প্রকাশিত “ছড়ায় ছন্দে” (২০১০) কাব্যগ্রন্থে তার বাংলা সাহিত্যে অভিষেক ঘটে। তারপর সুদীর্ঘ সময়ের পর মাত্র ১৭ বছর বয়সে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তিনি লিখেছেন “চাইল্ড এ্যাকশন” (২০১৮) নামের সাইন্স ফিকশন উপন্যাস। আবারও মানবতা মুক্তির লক্ষ্যে যুক্তি আর তর্কে অভ্রভেদী গুঞ্জন নিয়ে প্রকাশিত হয়েছে প্রাপ্তির উপন্যাস “নরক নন্দিনী” (২০২০)।