প্রিয় ভাই, আপনি কি জানেন, আপনি আপনার জীবনের ফায়সালাকারী দিনগুলো পার করছেন? এই সময়গুলো আপনি কীভাবে কাটাচ্ছেন সেটিই ঠিক করে দেবে কেমন হবে আপনার অনাগত ভবিষ্যৎ। আমরা তো বলব, আপনি আসলে কৈশোর কিংবা যৌবনের দিনগুলো পাড়ি দিচ্ছেন না; বরং আপনি আপনার ভবিষ্যৎ গড়ছেন। কিন্তু ভবিষ্যৎ গড়ার বিষয়টি কি আপনার মাথায় আছে? আমরা জানি, আপনি জীবনের এপারে যেমন ওপারেও অনেক বড় হতে চান, অনেক সুন্দর হতে চান, অনেক শ্রেষ্ঠ হতে চান। আপনি উভয় জাহানে কল্যাণ ও সাফল্যের সোনা ফলাতে চান। তাই না? কিন্তু বিষয়টি খুব একটা সহজ নয়। কারণ, বর্তমান জাহিলি সমাজব্যবস্থার অভিশাপে আপনার কৈশোর ও যৌবনের পথগুলো ঝোপঝাড়, খানাখন্দ আর আলো-আঁধারিতে পরিপূর্ণ। তার ওপর কুপ্রবৃত্তি, শয়তান, জিন্নাত ও খান্নাস প্রতিটি মুহূর্ত লেগে থাকবে আপনার পেছনে। ইন্টারনেটের অন্ধকার জগৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। ফেসবুক, ইউটিউব, অসৎসঙ্গ আপনার কৈশোর ও যৌবনের সোনাফলা উর্বর দিনগুলোকে দুমড়ে-মুচড়ে ছারখার করে দেওয়ার চেষ্টা করবে। অবৈধ প্রেম-ভালোবাসা আর দুর্দমনীয় জৈবিক তাড়না আপনার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে জ্বালিয়ে-পুড়িয়ে নিঃশেষ করে দিতে চাইবে। আপনার পাশে যদি কোনো গাইড না থাকে কিংবা আপনার হাতে যদি কোনো গাইডবুক না থাকে, তাহলে আপনার গন্তব্যে পৌঁছা বেশ কঠিন। প্রিয় ভাই, কৈশোর ও যৌবনের দুর্গম পথগুলো সফলভাবে পাড়ি দেওয়ার শুভকামনা নিয়ে আপনাদের প্রিয় পাবলিকশেন রুহামা আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারণ এই গাইডবুক : ‘ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ’।…