mega fest banner

বাংলাদেশের প্রথম সাইন্সকিট ,যা আপনার সন্তানের সেরা উপহার (19 Products)

By: Rokomari.com 30 Sep 2021

অন্যরকম বিজ্ঞানবাক্স শিশু-কিশোরদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এক জাদুর পরশপাথর! এটিতে রয়েছে এমন কিছু দারুণ যন্ত্রপাতি এবং ভিডিও টিউটোরিয়াল, যা ব্যবহার করে শিশুরা নিজেদেরকে ভাবতে পারবে ক্ষুদে বিজ্ঞানী, অনুভব করতে পারবে বিজ্ঞানের সৌন্দর্য। ভিডিও টিউটোরিয়াল এবং নির্দেশিকাতে যথাসম্ভব সরলভাবে কার্যপ্রণালী বুঝিয়ে দেয়া আছে বলে ভুল করাটাই কঠিন! অন্যরকম বিজ্ঞানবাক্স শিশু-কিশোরদের জন্যে শুধু যে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে তাই না, একাডেমিক পড়ালেখার প্রতিও আগ্রহী করে তুলবে। পাঠ্যবইয়ের নিরানন্দ থিওরি দিয়ে কত দারুণ সব কাজ করা যায় তা আবিষ্কার করে পাঠে আনন্দ খুঁজে পাবে। এ পর্যন্ত মোট ৬টি অন্যরকম বিজ্ঞান বাক্স বের হয়েছে। এগুলো হলো, আলোর ঝলক, তড়িৎ তান্ডব আর চুম্বকের চমক, রসায়ন রহস্য, অদ্ভুত মাপজোখ এবং শব্দ কিট । আলোর ঝলকে রয়েছে আলো নিয়ে ২৫টি এক্সপেরিমেন্ট । কীভাবে পেরিস্কোপ বানিয়ে দৃষ্টিসীমার বাইরের জিনিস দেখা যায়, মজার চশমার মাধ্যমে নতুন নতুন আলো দেখার উপায়, ঘরের মেঝেতে বা ছাদে রঙধনু নিয়ে আসা যায়, এরকম আরো দারুণ সব পরীক্ষা! তড়িৎ তাণ্ডবের ২০টি পরীক্ষার মধ্যে রয়েছে ফল-সব্জি দিয়ে ব্যাটারি বানানোর উপায় ,তাপ দিয়ে আলো জ্বালানো, ম্যাজিক মোটর বানানো প্রভৃতি। সবচেয়ে অবিশ্বাস্য এক্সপেরিমেন্ট রয়েছে চুম্বকের চমকে। সুপারম্যানকে ওড়ানোর মাধ্যমে শিশুরা ভালোভাবেই বুঝতে পারবে যে বিজ্ঞান কতটা জাদুময়! ফুঁ না দিয়েই বেলুন ফোলানো, কিশমিশকে নাচানো, দুধের মধ্যে রংধনু বানানো, লাভা ল্যা¤প তৈরি করা, হারানো কয়েন উদ্ধার করা, তড়িৎ দিয়ে লবণ ভাঙা, কার্বন ডাই অক্সাইড গ্যাস সনাক্ত করা এমন মোট ২০টি এক্সপেরিমেন্ট আছে রসায়ন রহস্যে। অদ্ভুত মাপজোখ বিজ্ঞানের কিছু চমৎকার বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। যেমন ওজ রশ্মি। প্রতিদিন যে রিমোট দিয়ে কার্টুন চ্যানেল চেঞ্জ করছে সেই রিমোটেরই মূল রহস্য অদৃশ্য এই রশ্মি। আর সেই রশ্মিকে হাতের মুঠোয় এনে মাপা যাচ্ছে ওজ সেন্সর, ব্যাটারি আর মিটারের সাহায্যে। শিশুর মনে অনুসন্ধিৎসা মনোভাব গড়ে তুলতে পারে এই এক্টিভিটিগুলো। শিশুদের মন কাদামাটির মত। এই সময়ে সে যা শিখবে সেটাই ভবিষ্যতে তার চিন্তার স্ট্রাকচার হয়ে রবে। একটি বিজ্ঞানমনস্ক এবং কৌতুহলী প্রজন্ম গড়তে অন্যরকম বিজ্ঞানবাক্স অগ্রণী ভূমিকা পালন করবে এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি নিরলস। -- বিজ্ঞানবাক্স

  • Sort By:

Recently Viewed