ফ্ল্যাপে লিখা কথা অনুবাদ গ্রন্থটি তিনটি ভাগে সর্বমোট ত্রয়োদশ অধ্যায়ে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে লোকপ্রশাসন ও জাতীয় উন্নয়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয় ভাগে রয়েছে মোট বারোটি অধ্যায়। এই অধ্যায়গুলোতে লোকপ্রশাসনের কাঠামো থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আলোচিত ও বিশ্লেষিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জীবনবৃত্তি, চাকুরি, কর্মচারী প্রশাসন, মানবসম্পর্ক, বিকেন্দ্রীকরণ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাজেট ও অর্থসংক্রান্ত প্রশাসন গবেষণা এবং পরিকল্পনা, সিদ্ধান্ত প্রণয়ন এবং জনসংযোগ প্রতিবেদন। তৃতীয় ভঅগে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা-বিশেষ করে উন্নয়নশীল দেশে প্রশাসনকে যুগোপযোগী এবং সাম্প্রতিক করে তোলার উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক কারিগরি সাহায্যের সম্প্রসারণ। এই গ্রন্থটির সার্বিক গুরুত্ব বিশেষ করে তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক অনুবাদকের কথায় তুলে ধরা হয়েছে। প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য এটি একটি প্রশাসনিক তথ্য জ্ঞাপন ও চিন্তা উদ্রেককারী গ্রন্থ। অনুবাদ হলেও এটিকে সহজ ও সুখপাঠ্য করে তোলার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
সূচিপত্র * উপক্রমণিকা * লোকপ্রশাসন ও জাতীয় উন্নয়ন * সাম্প্রতিক মতবাদ ও কার্যপ্রণালি * লোকপ্রশাসনে কারিগরি সাহায্য