যাবতীয় প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহানুভব রবের প্রতি, যাঁর অশেষ মেহেরবানীতে আমরা নববী হাদীসের একটি অনন্য সংকলন ‘সহীহ ইবনু খুযাইমাহ’-র বঙ্গানুবাদ প্রকাশ করতে যাচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে সহীহ ইবনু খুযাইমাহ নববী হাদীসের একটি নির্ভরযোগ্য উৎস-গ্রন্থ। ‘সহীহ’ নামে হাদীসের কেবল চারটি প্রসিদ্ধ উৎসগ্রন্থ পাওয়া যায়, যেসবের অন্যতম হলো সহীহ ইবনু খুযাইমাহ। বাকিগুলো হচ্ছে : সহীহুল বুখারী, সহীহ মুসলিম, সহীহ ইবনু হিব্বান। সহীহ ইবনু খুযাইমাহর এমন গুরুত্ব ও মর্যাদার দিকে লক্ষ করেই আমরা গ্রন্থটির বঙ্গানুবাদ বাংলাভাষী মুসলিম ভাইবোনের করকমলে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই গ্রন্থে আমাদের কাজের সংক্ষিপ্ত বিবরণী নিম্নরূপ : ১. গ্রন্থে উল্লিখিত কুরআনের আয়াতসমূহের যথাযথ নাম্বার, সূরার নাম ও নাম্বার যুক্ত করেছি। ২. গ্রন্থে উল্লিখিত হাদীসগুলো অন্য কোনো প্রসিদ্ধ উৎসগ্রন্থে থাকলে, সেখানকার যথার্থ রেফারেন্স যুক্ত করে দিয়েছি। ৩. হাদীসের যেসব হুকুম তথা বর্ণনাগত মান সংযুক্ত করেছি, সেগুলো মুহাক্কিক শাইখ মুহাম্মাদ মুস্তাফা আজমী হাফিজাহুল্লাহর তাহকিককৃত সহীহ ইবনু খুযাইমাহ থেকে নিয়েছি। ৪. শাইখ মুস্তাফা আজমীর তাহকীককৃত ইবনু খুযাইমাহর একটা অংশ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সম্পাদনা করেছেন এবং ক্ষেত্রবিশেষে টীকা দিয়েছেন। আমরা শাইখ আলবানীর টীকা ও হুকুমও বঙ্গানুবাদে যুক্ত করেছি। আমাদের এসব কাজে ভুল থাকা অস্বাভাবিক নয়। আমরা এখানে যা সঠিক করেছি, তা আল্লাহর তরফ থেকে, আর যা ভুল করেছি তা আমাদের ও শয়তানের তরফ থেকে। আরও বলে রাখছি, যদি আমাদের এই গ্রন্থের কোনো প্রমাদ কোনো সহৃদয় পাঠকের দৃষ্টিগোচর হয় এবং আমাদেরকে তিনি অবগত করেন, তাহলে আমরা ভুল সংশোধন করে নিব এবং তাঁর জন্য দোয়া করে দিব। ইনশাআল্লাহ।