Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdullah Al Mamun books

follower

আব্দুল্লাহ আল মামুন

আশির দশকের কিছু কালজয়ী গানের গীতিকার আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন করে পরবর্তীতে উচ্চ শিক্ষা এবং জীবিকার তাগিদে স্থায়ীভাবে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। সুদূর প্রবাসে থাকলেও তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গীত ভুবনে তার অস্তিত্ব ছিলো নিরন্তর বিদ্যমান। দীর্ঘ তিন যুগ পরেও ওই গানগুলোর প্রতি শ্রোতাদের অদম্য ভালোবাসা দেখে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন নিজের গাওয়া মৌলিক এ্যালবাম 'তোমার জন্য'। বাংলাদেশের সঙ্গীত ভুবনে এ যেন তার দ্বিতীয়বার ফিরে আসা। 'তোমার জন্য' অ্যালবামের জন্য কাজ করেছেন আলী হোসেন, শেখ সাদী খান, আলম খান, লাকী আখন্দ, গাজী মাজহারুল আনোয়ার, মোঃ রফিকুজ্জামান এবং অনুপ ভট্টাচার্য্যের মতো কিংবদন্তিতুল্য সঙ্গীতজ্ঞ। আর কোনো এ্যালবামে তারা একসাথে কাজ করেননি । আধুনিক, ফোক ও সেমি-ক্লাসিক্যালসহ বিভিন্ন ধারার আটটি গান রয়েছে এই এ্যালবামে। ইতিমধ্যে তিনটি গানের মিউজিক ভিডিও বের হয়েছে। প্রতিটি মিউজিক ভিডিওতে রয়েছে একটি হৃদয় ছোঁয়া গল্প। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউিজিক ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে। ইতিমধ্যে অ্যালবামের 'মিথ্যে অভিমানে' গানটি জননন্দিত হয়েছে। কর্মজীবনে শিল্পী মামুন একজন সফল প্রকৌশলী। যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন 'মিলেনিয়াম'-এর চোখে নিজস্ব ক্ষেত্রে কীর্তি বিবেচনায় ২০১৩ সালের সেরা অনাবাসী বাংলাদেশির তালিকায় প্রথম দশজনের একজন নির্বাচিত হন। মামুন হলেন একের ভেতরে অনেক। তিনি একজন দক্ষ রেডিও সাংবাদিক ও উপস্থাপক, কলামলেখক এবং কবি। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ 'খুঁজে পেয়েছি প্রিয়তমা'। 'কাতারে বহতা সময়' তার আত্মজীবনীমূলক প্রবাস রচনা। নিজের অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি তার কাতার প্রবাসজীবনকে দেখেছেন অন্যচোখে। দ্রুত উন্নয়নের শীর্ষে উঠা কাতার এবং কাতারে প্রবাসী মানুষের নানা সুখ-দুঃখ তিনি তুলে এনেছেন একজন নিপুণ জহুরির চোখে। পাঠকমাত্রই অভিভূত হবেন।

আব্দুল্লাহ আল মামুন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed