Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Starts in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Faridul Ahsan Sourav books

follower

ফরিদুল আহসান সৌরভ

ফরিদুল আহসান সৌরভ একজন বাংলাদেশী স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্ট্যান্ডপয়েন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে এন্ড এন্ড ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০১৬ তে সেরা ফিল্মের পুরষ্কার পায়। একই বছর রোমানিয়ার টুয়েলভ মান্থস ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই এডিশনে বেস্ট এক্সপেরিমেন্টাল এ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করে। ২০১৯ সালে তার আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিভাস (The Revelation) ভারতের জয়পুরে সিক্সথ পিঙ্কসিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইয়ুথ চয়েজ এ্যাওয়ার্ড অর্জন করে। ছবিটি আসামের এনপিএস আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশে 10th International Children's Film Festival তেও প্রদর্শিত হয়। তার নির্মিত ডেড'স সার্কাস বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ৬৪ জেলা "বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব" এ অংশ নেয়। তার ছয়টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্যচিত্র ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত "নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা" উৎসবে জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হয়। এছাড়াও দেশ এবং দেশের বাইরের অন্যান্য আরও অনেক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন সময়ে তার ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। লেখালেখির শুরুতে তিনি দৈনিক ইত্তেফাকের সাময়িকী 'ভিন্ন চোখে' তে ফিচার লিখতেন। বর্তমানে ডেইলি অবজারভার এবং দ্যা এশিয়ান এইজে চলচ্চিত্র সমালোচনা নিয়ে লেখেন। সৌরভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর) থেকে ব্যাচেলর এবং মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাশিয়া সরকারের বৃত্তিতে ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি, হায়ার স্কুল অব ইকোনমিক্স (HSE University), মস্কোতে সেকেন্ড মাস্টার্সে অধ্যয়ণরত। তিনি দীর্ঘদিন ধরে কানাডার রিল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্য হিসেবে কাজ করছেন।

ফরিদুল আহসান সৌরভ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed