Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jebunnecha books

follower

জেবুন্নেছা

জন্ম:
১০ ডিসেম্বর ১৯৭০ নোয়াখালী সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম আব্দুল মালেক একজন সমাজ সেবক ছিলেন। মাতা: ফয়জুন নেছা। সাত ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। সেই ছোটবেলা থেকে খুব রুচিশীল, চঞ্চল, ডানপিটে প্রকৃতির মেয়ে ছিলেন। হাই স্কুলের সীমানা পার হতে না হতেই পরিবার পরিজন সুশিক্ষিত পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ১৮ বছর বয়সে তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন।
সাহিত্য চর্চা:
তিনি শখ করেই কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি, উপন্যাস লেখা শুরু করেন। লেখালেখির অভ্যাস ছোটবেলার থেকেই। পরবর্তীতে নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কৌশলে পড়ালেখাসহ, সন্তান মানুষ করা, সব কাজ দক্ষতার সাথে এক লড়াকু নারী হিসেবে এগিয়ে যান।
অর্জন:
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১৮ সালে জাতীয় কবি পরিষদ "জাকপ" সম্মাননা অর্জন। বিভিন্ন কবি ও সাহিত্য সংগঠন সম্মাননা অর্জন করেন প্রায় পনেরোটির মত। বিভিন্ন অনলাইন পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে নিয়মিত লেখালিখি করছেন। ২০২১ সালে বীর চট্টলা অ্যাওয়ার্ড হিসেবে ক্লিক মেগাজিনে তাঁর জীবনী স্থান পেয়েছে। এছাড়াও তিনি ভাবনা টেলিভিশন এর ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে রবীন্দ্র সাহিত্য পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নারী নিরন্তর অর্গানাইজেশন এর ভাইস চেয়ারম্যান ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেবুন্নেছা এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed