Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Abdur Rahim books

follower

ড. আবদুর রহিম

জন্ম ১৯৬৮, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামে। পড়াশুনা শৈশবে গ্রামের স্কুলে, অতঃপর শেরপুর জেলার আয়নাপুরে, জামালপুর জেলার বকশীগঞ্জে, জামালপুর জেলা স্কুলে, জামালপুর আশেক মাহমুদ কলেজে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মেধাবী ছাত্র, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত, মাধ্যমিকে চার লেটারসহ প্রথম বিভাগ প্রাপ্ত, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান প্রাপ্ত। বাংলাদেশ। ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে ‘হৃদয়ামুত’ উপন্যাস। বাংলাদেশ বেতার, সিলেট থেকে প্রচারিত হয়েছে তিনটি বেতার নাটক। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বাংলা বানানের কথা’ (১৯৯৮), দ্বিতীয় গ্রন্থ বঙ্কিমচন্দ্রের উপন্যাস : রােমান্স প্রসঙ্গ (২০০৭), তৃতীয় গ্রন্থ ‘ভাষা ও সাহিত্য : কতিপয় প্রবন্ধ (২০০৯), চতুর্থ গ্রন্থ ‘দুজন দুজনার (কাব্যগ্রন্থ, ২০০৯)। বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি থেকে প্রকাশিত ভাষা ও সাহিত্য গ্রন্থের (২০০৬) সিলেটের উপভাষার অন্যতম লেখক তিনি। এছাড়া বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা' উপন্যাসের ভূমিকা (২০১১) লিখেছেন। এক সময় লিখতেন রহিম আজিজ নামে। বাংলাদেশের ভাষা পরিকল্পনার ওপর পি-এইচ.ডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯২ সালে কর্মজীবনের শুরু ঢাকার মােহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে। ১৯৯৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রভাষক হিসেবে যােগদান করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান।

ড. আবদুর রহিম এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed