হিসাববিজ্ঞান একটি সেবামূলক বিজ্ঞান। এটি অর্থনৈতিক ঘটনাবলির গুণবাচক তথ্য (Qualitative Information) পরিবেশন করে। বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আর্থিক তথ্যাবলি পরিবেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হিসাববিজ্ঞান একটি উন্নত তথ্য ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানের এই উন্নত হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থার ইতিহাস বেশ পুরনো। খ্রিষ্টপূর্ব ৪৫০০ অব্দে হিসাবব্যবস্থার প্রচলন ছিল। খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে রাজা অগাস্টাস-এর আমলে তার অর্থমন্ত্রী প্রথম জাতীয় বাজেট প্রণয়ণ করেন। এরপর বর্তমানে যে, দু'তরফা দাখিলা পদ্ধতির প্রচলন দেখা যায় তার প্রথম আবির্ভাব ঘটে ১৩৪০ সালে ইতালির - জেনেভা শহরে। প্রকৃতপক্ষে ১৪৯৪ সালে লুকা ডি প্যাসিওলি (Luca de pacioli)-এর হাত ধরে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সোনালি সূত্রের প্রকাশ, সে সোনালি সূত্রের ভিত্তিতেই আধুনিক হিসাববিজ্ঞানের জন্ম বলে সর্বজন স্বীকৃত। যদিও লুকা প্যাসিওলি কর্তৃক উদ্ভাবিত তত্ত্ব ইতালির ভেনিস শহরে পত্তন হয়, তথাপি এর পরিপূর্ণ বিকাশ ঘটে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। আর সময়ের পরিবর্তনের সাথে সাথে সেবামূলক বিজ্ঞান হিসেবে হিসাববিজ্ঞান, পূর্বের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে, এর তথ্য ব্যবহারকারীদেরকে, তথা ব্যবস্থাপনাসহ অন্যদেরকে, অধিকতর গুরুত্বপূর্ণ ও কার্যকর তথ্য সহজভাবে প্রদান করে যাচ্ছে। এ পেশায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের গবেষণা লব্ধ ফলাফল দ্বারা হিসাববিজ্ঞান বর্তমান স্তরে এসে পৌঁছেছে, এবং উত্তরোত্তর আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।