রকমারি ভাউচার- যে স্মারক বিশ্বাসের
ভাউচার রকমারির ক্রেতা ও পাঠকদের প্রতি বিশ্বাস ও ভালোবাসার একটি স্মারকস্বরূপ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনানুযায়ী ‘রকমারি ভাউচার’ অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেডের একটি পণ্য।
প্রিয়জনকে উপহার দেয়ার জন্য খুব সহজে ও স্বল্প আয়াসে কেনাকাটা করার জন্য ‘রকমারি ভাউচার’ একটি অনন্য সংযোজন। রকমারি থেকে অন্যান্য পণ্যের মতোই ‘রকমারি ভাউচার’ পণ্যটি ক্রয় করে প্রিয়জনকে উপহার দিতে পারবেন অথবা চাইলে নিজেও রকমারি থেকে যেকোন পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। ভাউচারে একটি ভার্চুয়াল কোড থাকবে, সেই কোড ব্যবহার করে রকমারি থেকে খুব সহজে ভাউচারের সমমূল্যের যেকোন পণ্য ক্রয় করা যাবে।
ক্রয়কৃত রকমারি ভাউচারটি প্রিয়জনকে ইমেইল অথবা এসএমএসএর মাধ্যমে পাঠাতে পারবেন। প্রিন্টেড ভাউচার পাঠানো যাবে না।
আজই প্রিয়জনকে উপহার করুন ‘রকমারি ভাউচার’।
ভাউচার ক্রয়ের শর্তাবলী-
- রকমারি ভাউচার’ খুব সহজেই www.rokomari.com এই ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।
- ভাউচারটি ইমেইল অথবা এসএমএস এর মাধ্যমে প্রাপকের কাছে যাবে । অর্ডার করার সময় প্রাপকের সঠিক ইমেইল অথবা মোবাইল নম্বরটি প্রদান করতে হবে।
- রকমারি ভাউচার ক্রয় করার জন্য নগদ, বিকাশ, রকেট অথবা কার্ডের মাধ্যমে অগ্রীম পেমেন্ট করতে হবে। ক্যাশ অন ডেলিভারিতে ভাউচার ক্রয় করা যাবে না।
- ভাউচারের ব্যবহারের ক্ষেত্রে কেবল ক্রেতা ও শুধুমাত্র ক্রেতাই দায়বদ্ধ থাকবেন। ভাউচারের বিনা অনুমতিতে ব্যবহার, চুরি বা হারানোর ক্ষেত্রে রকমারি কোন প্রকার দায়ভার গ্রহন করবে না।
- ভাউচার পুনঃবিক্রি বা পুনঃব্যবহারের কোন সুযোগ নেই।
ভাউচার ব্যবহারের শর্তাবলী-
- প্রথমে রকমারি ডট কমের ওয়েবসাইট থেকে আপনার পছন্দমতো পণ্য গুলো কার্টে যোগ করুন। এরপর কার্ট পেইজে থেকে “Apply Your Voucher” বক্সে ক্লিক করে আপনার ভাউচার কোড এপ্লাই করলেই কার্টের মোট টাকা থেকে ভাউচারের মূল্য কেটে নেয়া হবে। এরপর আপনার অর্ডারটি কমপ্লিট করে দিন। এইভাবে খুব সহজেই স্বল্প আয়াসে ভাউচার ব্যবহার করে ঘরে বসেই হাতে পেয়ে যাবেন আপনার অর্ডারকৃত পণ্য গুলো।
- ভাউচারের মেয়াদ ক্রয়ের পরবর্তী ০৬ মাস পর্যন্ত। ভাউচারে উল্লেখিত তারিখের মধ্যেই ব্যবহার করতে হবে। অন্যথায় মেয়াদত্তীর্ণ ভাউচারটি বাতিল বলে গণ্য হবে।
- ভাউচার ব্যবহার করে ভাউচার ক্রয় করার কোন সুযোগ নেই।
- প্রাপ্ত ভাউচারটি ব্যবহার করার জন্য অবশ্যই রকমারি সাইটে সাইন আপ করে অর্ডার করতে হবে।
- আপনার অর্ডারকৃত পণ্যমূল্য যদি ভাউচারে বরাদ্দকৃত মূল্যের তুলনায় কম হয় তাহলে যে বাড়তি টাকা থাকবে তা আপনার রকমারি ব্যালেন্সে জমা থাকবে, যা পরবর্তীতে পুনরায় রকমারি থেকে পণ্য/বই ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ভাউচারে বরাদ্দকৃত মূল্য ফেরত যোগ্য নয়।
- আপনার ক্রয়কৃত পণ্যের এমাউন্ট যদি ভাউচারের এমাউন্টের চেয়ে বেশি হয় তাহলে বাড়তি টাকা খুব সহজেই ক্যাশ অন ডেলিভারি, নগদ, বিকাশ, রকেট অথবা কার্ডের মাধ্যমে প্রদান করতে পারবেন।
Rokomari.com এই শর্তাবলী যে কোন সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
সর্বশেষ পরিবর্তিত: ২৭ জুলাই, ২০২২