clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nurul Islam BSc books

follower

নুরুল ইসলাম বিএসসি

নুরুল ইসলাম বি.এসসি.-র জন্ম ১৩৫০ সালের ফাল্গুন মাসে। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে এক মধ্যবিত্ত পরিবারে। অবারিত প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কেটেছে তার শৈশব ও কৈশাের। অপরিণত বয়স থেকেই তিনি জীবনসংগ্রামের সম্মুখীন এবং এর ভেতর দিয়েই তাঁর জীবন ও সমাজ সম্পর্কে প্রগাঢ় উপলব্ধি ও অভিজ্ঞতা অর্জনের সূচনা। সাধারণ মানুষের বলয় থেকে তিনি উঠে এসেছেন জীবনের বৃহত্তর পরিসরে। ছাত্ররাজনীতি থেকেই বিশাল পরিসরে রাজনীতি চর্চার সূচনা। শিক্ষকতা, সরকারি চাকরি এবং সবশেষে একজন সফল। ব্যবসায়ী হলেও তিনি সমাজে বহুল পরিচিত একজন লেখক এবং সমাজসেবক হিসেবে । রাজনীতিক হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। মাটির সঙ্গে গভীর আত্মীয়তার সুবাদে তিনি নিজেকে একজন নিখাদ বাঙালি হিসেবে গড়ে তুলেছেন। স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যা নিয়ে সুন্দর সাজানাে-গােছানাে তার সংসার। সংসারের মতাে বৃহত্তর সমাজেও তিনি একজন নিষ্ঠাবান অভিভাবকের দায়িত্ব পালন করে চলেছেন। মানুষের কল্যাণ-ব্রতে তিনি আপন গরজে দায়বদ্ধ হয়েছেন। শিক্ষার প্রসারেও তাঁর অবদান উল্লেখযােগ্য। বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, অন্ধ শিক্ষাকেন্দ্র ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। নিঃস্বার্থ সেবামূলক কাজের জন্য তাঁকে ২০০২ সালে জাতিসংঘ সম্মাননা প্রদান করা। হয়েছে। কলকাতা থেকে তিনি পেয়েছেন ‘বিপ্লবী সূর্যসেন’ পদকসহ আরও বেশ কিছু সম্মাননা। নুরুল ইসলাম বিএসসির আসল পরিচয় বিধৃত তাঁর রচনাকর্মের পরতে পরতে। ইতিমধ্যে তাঁর যে কটি গ্রন্থ উল্লেখযােগ্য বলে নিবেচিত, সেগুলাে হলাে : বিদেশ ভ্রমণের ওপর লেখা দু রম্যরচনা একান্ত ভাবনা (প্রথম সংস্করণ কলকাতা থেকে প্রকাশিত), সামাজিক-রাজনৈতিক নিবন্ধের গ্রন্থ সংকটের আবর্তে বাংলাদেশ, তারা এখনাে জীবিত, মানুষ যা চায় তা কি পায়, ধর্ম কি জন্মে, এলনিনাে, স্মৃতিকথা শুন্য থেকে শ From Zero to Hundred। থিয়েটার ন-এর প্রযােজনায়। তার একান্ত ভাবনা মঞ্চে নিয়মিত অভিনীত হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়াতে তার বেশ কয়েকটি নাটক ইতিমধ্যে প্রচারিত হয়েছে। বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলােতে তিনি নিয়মিত কলাম লেখক হিসেবে। সুপ্রতিষ্ঠিত।

নুরুল ইসলাম বিএসসি এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed