প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
কানিজ ফাতেমা
জন্ম স্থান ও পৈত্তিক নিবাস : কাকরাইল ভি আই পি রোড, ঢাকা বাংলাদেশ। পিতা : মো: মোক্তার হোসেন, মাতা : মোসাম্মৎ সবুরা খাতুন বিবি। শিক্ষা ও পেশা : বি এস সি (সম্মান ) প্রথম শ্রেণী প্রাণীবিদ্যা, এম এস সি প্রথম শ্রেণী, মৎস্যবিদ্যা। প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রেজ্ঞার কাউন্সিল, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, ঢাকা। সাংবদিকতা : দৈনিক সংবাদ। সাহিত্য কর্ম : জীবনের রং, নীল সালু , পূবের চর, এন ওয়াই সি, পাগলা হাওয়া, মায়াজাল, কা-গ-জে-র বিয়ে বাংলাদেশ প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত। কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক: সাপ্তাহিক ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাক্তন পরীক্ষক : (জীববিজ্ঞান) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। সোস্যাল একটিভিষ্ট : কো-ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট এন্টারটিক সার্কেল ইনক, ইউ এস এ।