Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abul Kasem Shilpi books

follower

আবুল কাসেম শিল্পী

আবুল কাসেম শিল্পী . জন্ম : ১৮ আগস্ট ১৯৫৭, গ্রাম : আজিমপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম। গ্রামের বিয়ে বাড়ি ও নানা উৎসবে বাবা সামছুল হকের ডাক পড়তো পুঁথি পাঠের আসরে। মা মনাহার বেগম সাধারণ গৃহিনী হলেও শ্লোক-কিসসায় ছোটদের মাতিয়ে তুলতেন। জেঠতুতো ভাই শফি উল্লাহ করতেন চিত্রকর্ম। যাত্রাপালার নানা উপকরণ তৈরী করতেন নিখুঁতভাবে। চিত্রকর্ম, সংগীত, অভিনয়, লেখালেখির ভিতটা শিল্পীর এখানেই। পঁচিশটির মত লিটলম্যাগ ও প্রকাশনার প্রচ্ছদ করেছেন। সম্পাদনা করেছেন লিটলম্যাগ প্রবাল, রক্তের ঋণ, পরাগ, সুবর্ণ রেখা প্রভৃতি। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : অদেখা সব লাল রং। তিনি সন্দ্বীপের প্রথম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ (১৯৮২) দর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও পরবর্তীতে সভাপতি। সন্দ্বীপের উদীচী ও বিসাকের নেতৃত্বে ছিলেন। সন্দ্বীপে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোক্তাও তিনি। বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপের পাবলিক পলিসি ফোরামের অন্যতম সভাপতি ছিলেন। সবচেয়ে বেশি সময় দিয়েছেন নাটকে, অভিনয়ে। দশটিরও বেশি লিখেছেন নাটক। সন্দ্বীপের মঞ্চ নাটক বলতে এখন তার সাগর সংগ্রামী নাট্যদলকে বোঝায়। বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন। পেয়েছেন দ্যা প্রেজুডিস কর্তৃক প্রদত্ত চট্টগ্রাম এন্টারটেইনার এ্যাওয়ার্ড ২০১২-১৩। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের অগ্রদূত, কবি ও লেখক বেলাল মোহাম্মদ শিল্পীকে উৎসর্গ করেছেন গল্পের সংলাপ বইটি। পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাসেম শিল্পী ২০১০, থেকে সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

আবুল কাসেম শিল্পী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed