প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আমিনুল ইসলাম সেলিম
নিছক আনন্দবাঁশি বাজানোর ছল না করে অন্তরাবধি জোছনার অলৌকিক দানার মতো, ফুলের গন্ধের মতো ছড়িয়ে পড়া শক্তিমান কবিতা নিয়ে আবির্ভাব আমিনুল ইসলাম সেলিমের। কবিতা তার কাছে নিছক চর্চা নয়- একটি নিরন্তর উপাসনা, শৈল্পিক ধ্যান। 'নির্বাক চুম্বন' তার কবিতার তৃতীয় বই। গ্রন্থভুক্ত সব কবিতাই প্রেমকেন্দ্রিক বলে বইটির পরতে পরতে ছড়ানো আছে প্রেমালো নানামাত্রিক আবেগ ও আবেশের ছটা। পিতা ফজর আলী এবং মাতা আয়েশা খাতুনের সন্তান হিসেবে ১৬ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে পৃথিবীর পথে যাত্রা। জন্মগ্রাম হাওরখ্যাত মিঠামইনের ছিলিমপুরে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। বসবাস নিজের শহর কিশোরগঞ্জে। প্রকাশিত কবিতাগ্রন্থ 'গৃহপালিত দুঃখ', 'অদৃশ্য কোলাহল', ছড়াগ্রন্থ 'চিচিংফাঁকের দেশ', 'জনক তুমি তীর্থভূমি', নাটক 'তখন একাত্তর' এবং সত্তর দশকের অন্যতম কবি আশুতোষ ভৌমিককে নিয়ে স্মারকগ্রন্থ 'নিজের নির্জনে আশুতোষ ভৌমিক' ছাড়াও 'তরঙ্গ' ও সন্দীপনসহ সম্পাদনা করেছেন কয়েকটি ছোটকাগজ।