Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Nurul Islam books

follower

মোঃ নূরুল ইসলাম

মো: নুরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং জোনের, ২১নং ওয়ার্ডের দক্ষিণ বাউপাড়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- মো: রবিউল্লাহ, মাতা- মোসা: জামির জান বেগম, ভাই-বোন চারজন, দুই ভাই, দুই বোন। ভাই-বোনের মধ্যে লেখক সবার ছোট জন্ম- ১২ মার্চ, ১৯৬৪ খ্রি.। মা-বাবা সন্তানের অমূল্য রত্ন। তার অমূল্য সেই রত্ন মা-বাবা পৃথিবীর মায়া ছেড়ে অনেক আগেই চলে গেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। লেখকের ভাষায় 'আপনার মা-বাবা জীবিত থাকলে, সেবার মাধ্যমে তাদের কাছ থেকে জান্নাতের টিকেট রাখুন। তিনি পড়ালেখা অসমাপ্ত রেখে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৮৮ সনে চাকুরিতে যোগদান করেন। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে খুব ভালোবাসতেন। ফুটবল খেলার প্রতি তার এতই আগ্রহ ছিল যে, শুধু ফুটবল খেলার জন্য তিনি চাকুরি থেকে রিজাইনও দিয়েছিলেন। পরবর্তীতে চল্লিশোর্ধ্ব বয়স থেকে তাঁর খেলার প্রতি আগ্রহ কমে যায়। ঝুঁকে পড়েন বাউল, পালাগানের প্রতি। একসময় বিভিন্ন জায়গায় গান শুনতে যেতেন এবং সারারাত জেগে গান শুনতেন। চঞ্চলা মন কোন কিছুতেই যেন তৃপ্ত হছিল না। মনের ভিতর অপূর্ণতা অনুভব করছিলেন। সমাজের নানান অসঙ্গতি আর মনের তৃপ্ততায় পূর্ণতা দিতেই হাতে তুলে নেন কলম। সেই থেকে লেখার জগতে অবিরাম পথ চলা।

মোঃ নূরুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed