প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নাহিদ শারমীন
ব্যস্ত জীবনকে গুছিয়ে দীর্ঘ তিরিশ বছর পর বিস্ময়কর তথ্যপ্রযুক্তির ভার্চুয়াল জগৎ তথা সামাজিক মাধ্যমে লেখালেখি শুরু করেন আমেরিকা প্রবাসী লেখক নাহিদ শারমীন। বাস্তবতার সঙ্গে অবিরত লড়াই করে বিদেশের মাটিতে দুই সন্তানকে যোগ্য করে তোলার পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য্য আর সাহসিকতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চাপে লেখালেখির সুপ্ত বাসনাটা কখনই হারাননি। বরং ভার্চুয়াল পাঠক-শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় লেখালেখির গতি বেড়েছে বহুগুণ। লেখার সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাঠকও। সামাজিক মাধ্যমে এয়কটি সাহিত্য গ্রুপে সক্রিয় থেকে ব্যাপক সাড়াও মিলেছে জন্ম ঢাকায় ১৯৬৮ সালের ২ নভেম্বর। বাবার বদলির চাকরির সুবাদে দেশের বহু এলাকায় থেকেছেন। চাঁদপুরের মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ১৯৮৩ সালে। এরপর চাঁদপুর সরকারি কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি এবং ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯০ সালে অর্থনীতিতে অনার্স ডিগ্রি নেন। একই বছরে পাড়ি জমান আমেরিকায়। যেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। লেখক আমেরিকার উস্টার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স টেকনোলজি অ্যান্ড প্রোগ্রামিং-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করে কর্মজীবন শুরু করেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক- ব্যাংক অব আমেরিকাতে কর্মরত আছেন গত বিশ বছর ধরে। স্বামী বুয়েটের সাবেক শিক্ষক ড. আলাউদ্দিন আহমেদ। দুই সন্তান নাবিলা আহমেদ ও আদিত আহমেদ পড়ালেখা শেষে আমেরিকায় কর্মরত। প্রবাসে থাকাকালীন বাবা-মাকে হারিয়ে ফেলায় এখন মাতৃভূমিকেই তার বিদেশ মনে হয়। অবশ্য শেকড়ের টানে দেশে এসে বার বার ফিরে যেতে চান শৈশবের মধুর দিনগুলিতে। লেখক গদ্য, উপন্যাসের পাশাপাশি ভালোবাসেন কবিতা লিখতে। পর্যটনপ্রেমের কারণে ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশ। লেখালেখিও করেন সেসব নিয়ে। প্রথম উপন্যাস 'ভালোবাসার জলতরঙ্গ'-এ তিনি মূলত বর্তমান ভার্চুয়াল জীবন ও সম্পর্কের নানা জটিলতা বিশ্লেষণ করেছেন আধুনিক দৃষ্টিভঙ্গিতে।