Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

MS Halima Begom books

follower

মোসাঃ হালিমা বেগম

মোছাঃ হালিমা বেগমের (২৭/১১/১৯৬৯ইং) সালে রংপুর জেলা,কাউনিয়া উপজেলা, বাহাগিলী গ্রামে তাঁর জন্ম হয়।তিনি দশ ভাই-বোনের মধ্যে নবম। পিতা- মরহুম, মোঃ নছিহত উল্লাহ, মাতা-মরহুমা, মোছাঃ দেলজান বেগম।বাবা-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,হোমিও প্যাথিক ডাক্তার, পাশাপাশি মসজিদের ইমামতি করতেন। তাছাড়াও তিনি একাধিক পেশায় নিয়োজিত ছিলেন। মাতা ছিলেন একজন মমতাময়ী আদর্শ গৃহিণী। তিনি ১৯৯৫ সালে স্নাতক এবং ২০০৯ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এফ,ডব্লিউ, এ পদে চাকুরী করেন।তবে সংসারেও সমান মনোযোগী এই লেখিকা।তিনি চাকুরী এবং সংসারের ব্যস্ততায়ও লেখালেখিতে থেমে থাকেননি। ভারত, বাংলাদেশ আরোও অনান্য দেশে বহুবার কবি ও লেখিকা হিসেবে সন্মাননা পেয়েছেন। লেখালেখির পাশাপাশি তাঁর কর্মক্ষেত্রেও তাঁর সফলতার স্বীকৃতি অনেক রয়েছে। তিনি "Deferment of archives liberty থেকে নিবন্ধন সনদপত্র পেয়েছেন। তিনি পেশাগত অনেক প্রশিক্ষণও নিয়েছেন। উল্লেখযোগ্য কয়েকটা হলো-১/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মৌলিক প্রশিক্ষণ কোর্স সার্টিফিকেট -১৯৯০ ইং সালে মিঠাপুকুর, রংপুর। ২/Ministry of Health & Family welfare Government of the people's republic of Bangladesh certificate on "Basic ESP"training Jaldhaka,Nilphama(.2001). ৩/বাংলাদেশ নার্সিং কাউন্সিল কমিউনিটি বেষ্ট ফিল্ড বার্থ এ্যাটেনডেন্ট(সি, এস, বি,এ),নীলফামারী, (২০০৮)ইং। ৪/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইএলসিডি ও বিআরসিআর জলঢাকা, নীলফামারী, সনদপত্র(২০০৯)। তিনি সাহিত্যের জন্য বিভিন্ন পুরস্কার ও সন্মাননা সনদ পেয়েছেন।তন্মধ্যে-১/ছন্দে গাঁথা আমার কবিতা একক কাব্য গ্রন্থ( দুইবার)২/মন ছুঁয়ে যায় যৌথকাব্য (একবার) ৩/শূন্য দশকের কবি ও কবিতা(একবার)। বাংলাদেশে বহুবার কবি,সাহিত্যিক ও গুণীজন পুরস্কার ও সন্মাননা সনদ পেয়েছেন।আর ভারত থেকেও একটি মেমোন্ট আর তিনটি সাহিত্য পদক ও সন্মাননা সনদ পেয়েছেন। কবিতা লেখার পিছনে সবচেয়ে বেশি প্রেরণা ছিল তাঁর বাবার। তারপর সংসার জীবনে এসে মেয়ে-ছেলে বড়ো হতেই তাঁর লেখনী স্বত্বার ইচ্ছে আরোও ডানা মেললো।তিনি লেখালেখিতে আরোও বেশি নিয়মিত হয়ে উঠলেন।তাঁর স্বামী কাছে থেকেও নিয়মিত প্রেরণা পান লেখালেখির জন্য। তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ "ছন্দে গাঁথা আমার কবিতা"। দ্বিতীয় একক গল্পের বই-"আঁখিজলে স্মৃতির গল্প " এই পুস্তকটা তাঁর স্বপ্ন পূরণের দ্বিতীয় ধাপ। তাঁর ভারতে তিনটা যৌথকাব্য গ্রন্থ আর বাংলাদেশে ৩০টা যৌথকাব্য গ্রন্হ রয়েছে। স্বামী- মোঃ জহুরুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার,কৃষি ব্যাংক)। কন্যা-Jubyra Hiamony B.Sc in Electrical and Electronic Engineering (Bangladesh Army University of Science and Technology) M.Sc in Applied Physics and Electronics (Jahangirnagar University). পুত্র-Hamim Zubayer, B.Sc Engineering in Software Engineering. ( Daffodil International University) তাঁদের নিয়েই সুখের সংসার এই লেখিকার।

মোসাঃ হালিমা বেগম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed