প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সিকান্দার আবু জাফর
সিকান্দার আবু জাফর (১৯১৯-১৯৭৫) প্রধানত কবি, তারপর নাট্যকার। তিনি গল্প, উপন্যাস, গান, প্রবন্ধ, রম্যরচনা লিখেছেন। সৃষ্টির ক্ষেত্রে তাঁর সাবলীল স্বতঃস্ফূর্ততা ছিল। সৃষ্টিশীল লেখক হিসেবে তাঁকে প্রধানত কবি আর নাট্যকারই মনে হয়। নাটকে সিকান্দার আবু জাফরের দুর্বলতা দীর্ঘ সময়ের। পঞ্চাশ ও ষাটের দশকে যখন এদেশে নাট্যচর্চা তেমন প্রবল ছিল না, তখন তিনি 'সমকাল' পত্রিকায় পূর্ণাঙ্গ নাটক, একক, কাব্যনাট্য, অনুবাদ নাটক একের পর এক প্রকাশ করে গেছেন। তিনি 'সমকাল কলা পরিষদ' নামে নাট্যসংগঠন প্রতিষ্ঠা করেছেন। অন্যসমস্ত ক্ষেত্রের মতো এক্ষেত্রেও তিনি অবলীলাক্রমে অধিকার অর্জন করেছিলেন।১৯৬৫ সালে সিকান্দার আবু জাফরের প্রথম নাটক "সিরাজ-উদ-দৌলা" প্রকাশিত হয়। এটি ঐতিহাসিক নাটক বলেই নাটকটির গুরুত্ব বেশি। ঐতিহাসিক নাটকে নাট্যকারের সীমাবদ্ধতা বেশি। নাট্যকারকে সবসময়ই লক্ষ্য রাখতে হয় কাহিনি, চরিত্র এবং তৎসমূহ যেন নির্ভুল হয়। সিকান্দার আবু জাফরের আগে বাংলা রঙ্গমঞ্চের জন্যে সিরাজ-উদ-দৌলার কাহিনি নিয়ে অনেক নাট্যকার নাটক রচনা করেছেন।