প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
দেবিকা রানী হালদার
দেবিকা রানী হালদার গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান। পিতা স্বর্গীয় জগদীশ চন্দ্র হালদার ও মাতা সাবিত্রী রানী হালদারের তৃতীয় সন্তান তিনি। দেবিকা রানী ছাত্রজীবন থেকে একটু আধটু লেখালিখিতে অভ্যস্ত ছিলেন! লেখাপড়া, সংসারজীবন, জীবনের ঝড়-বাদল খরা পীড়িত মানুষটি সম্পূর্ণ সে-সময় নিজেকে লেখালিখিতে পূর্ণ সময় দিতে পারেননি। এখন তিনি স্বাধীনভাবে নিজেকে উৎসর্গ করেছেন-নিজ পেশার পাশাপাশি সাহিত্য সাধনায়! দেবিকা রানী হালদার পেশায় একজন চিকিৎসক! একমাত্র সন্তান কঙ্কনা বিশ্বাসকে নিয়ে তাঁর সংসার! কঙ্কনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের একজন মেধাবী ছাত্রী। বাবা স্বর্গবাসী হওয়ার পর মা'ই তার একমাত্র বন্ধু! সুখেদুঃখে মায়ের পাশে সদা প্রহরী! কঙ্গনারও লেখার হাত বেশ চমৎকার! দেবিকা রানী অসাম্প্রদায়িক মুক্তমনা একজন লেখক! তাঁর কাব্যগ্রন্থ অন্তর্গত লেখায়-ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। নারীরাও মানুষ, মানবতাই আসল ধর্ম, মানবতা মনুষ্যত্ব, ধর্মীয় অন্তরকে আহ্বান জানানো তাঁর লেখা! মানুষ মানবতা মনুষ্যত্ব প্রকৃতি পরিবেশ বাস্তবতা কুসংস্কার ঝেড়ে ফেলা-অপরূপ রূপায়িত করেছেন তিনি! বিশেষ করে মানব-হৃদয় শ্বাশ্বত প্রেম ও জৈব মানসিক উপলব্ধিবোধের বিষয় তাঁর লেখনীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রাঞ্জল ভাষায় চমৎকার সাবলীল ছন্দে লিখিত কাব্যগ্রন্থটির পাণ্ডুলিপি আমি মনোযোগ দিয়ে পড়ে মুগ্ধ হয়েছি! বইটি পাঠক সমাদৃত হবে বলে আমার বিশ্বাস! কবি, লেখক, শিক্ষানুরাগী সৈয়দা খোদেজা বেগম (বিএসসি. বিএড, এমএসসি এমএড)