প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
পদ্মনাভ অধিকারী
সত্তর দশকের অন্যতম কবি, লেখক ও কথাসাহিত্যিক। স্বাধীনচেতা এই ঋষিকবি জন্মগ্রহণ করেন ১২ অক্টোবর ১৯৫৮ সালে, যশোর শহরের বকচরে। এই কবিরা চার ভাই। মুরারী মোহন অধিকারী, মাধবেন্দ্র অধিকারী, মধুসূদন অধিকারী এবং পদ্মনাভ অধিকারী। সেজভাই মধূসুদন অধিকারী একাধারে কবি, নাট্যকার, গীতিকার ও অনুবাদক। ১৯৭৬ সালে পদ্মনাভ অধিকারীর সাহিত্যের হাতেখড়ি। পদ্মনাভ অধিকারীর লেখা শুরু ছড়া দিয়েই। যা এররকম ও ভাই কান্ত/আছ নাকি জ্যান্ত?/ বল কী ভাই শান্ত?/ আগে খাতাম চালিডালি/ এখন পাই না পান্ত। উক্ত ছড়াটি যশোরের আর এম সাইফুল আলম মুকুল সম্পাদিত দৈনিক রানার পত্রিকায় প্রথম প্রকাশ পায়। তারপর আর এই গুণী কবিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।