Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Salma Sultana books

follower

সালমা সুলতানা

সালমা সুলতানা। ঝিনাইদহ জেলার কোদালিয়া গ্রামে নানাবাড়ীতে জন্ম ১৯৭২ সালের ৩ জানুয়ারি। বাবা মোঃ সাইফুল আলম, দেশের স্বনামধন্য আইন বিশেষজ্ঞ । মাতা- মিসেস হোসনে আরা খালেদা। তার একমাত্র বোন আসমা সুলতানা মিতা একজন চিত্রশিল্পী। একমাত্র ভাই ড. লিপন মুস্তাফিজ একজন ব্যাংকার। তারা দু'জনেই নিয়মিত লেখালেখিও করেন। বাবা সরকারি চাকুরীজীবি হওয়ায় দেশের নানা জেলার অন্তত ১০ টি স্কুলে পড়াশোনা করেন। অবশেষে ১১ নাম্বার স্কুল দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ইডেন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় অনার্স ও মাস্টার্স এবং প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি, এলএলএম সম্পন্ন করেন। লেখালেখির পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেনের একজন সক্রিয় সদস্য হিসেবে সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। 'আসক্তিহীন ভালবাসা' সালমা সুলতানা'র প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্হের পাশাপাশি লেখিকার বিভিন্ন আইন বিষয়ক বই এবং গল্প প্রকাশিত হয়েছে । তার শখ বা ভালোলাগা বই পড়া, কবিতা আবৃত্তি, মুভি দেখা, গান শোনা ও ভ্রমণ করা। এ যাবৎ বিশ্বের ৮টি দেশ ভ্রমণ করেছেন সালমা সুলতানা। স্বামী মোঃ রেজাউল কবির, কন্যা মুইম্মাহ্ কবির, পুত্র মাফরিদ কবিরকে নিয়ে তাঁর সুখের সংসার।

সালমা সুলতানা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed