প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
নবনীতা শেখ
"নবনীতা শেখ”-এটি একটি ছদ্মনাম। প্রকৃত নাম সাইদা ইফতিয়া। তিনি ৭ নভেম্বর টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। লেখালিখিতে তার প্রবেশটা হয়েছে আচমকা। প্রাইমারি স্কুলে আবৃত্তিতে বিজয়ী হয়ে পেয়েছিলেন বেশ কিছু বই, সেখান থেকেই তাঁর বইয়ের প্রতি ঝোঁক। তারপর পড়াশোনায় ডুবে গিয়ে লম্বা একটা সময় সাহিত্যজগতের সাথে তাঁর কোনো যোগসূত্র ছিল না। ফিরে যখন এলেন, বইয়ের প্রতি ঝোঁকটা তখন হুট করেই নেশায় পরিণত হয়ে যায়। শখ, সুখ এবং পরিশেষে নেশা! যা ধীরে ধীরে তাঁকে লেখালিখিতে সম্পূর্ণভাবে টেনে নেয়। চিঠি লেখা দিয়ে শুরু, এরপর সামাজিক মাধ্যমে বেশ কিছু গল্প-উপন্যাস লিখে পেয়ে গিয়েছেন পাঠকমহল থেকে অসামান্য উৎসাহ ও ভালোবাসা। "সঞ্জীবনী” তার প্রথম মলাট বই। আক্ষরিক অর্থে বলতে গেলে, এটার মাধ্যমেই তাঁর সাহিত্যজগতে পদার্পন।