Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Quazi Tafsirul Islam books

followers

কাজী তাফসিরুল ইসলাম

কাজী তাফসিরুল ইসলাম, বাংলাদেশের একজন অ্যাকাডেমিক, লেখক, রিসারচার, ট্রেইনার, কন্সাল্টান্ট, কলাম লেখক, বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের পিপাসা এবং আগ্রহ অপরিসীম। তিনি একজন আন্তর্জাতিকভাবে সার্টিফাইড ট্রেইনার, সফল একাডেমিক এবং এক জন এ্যাওয়ার্ড উইনিং রিসার্চার। কাজী তাফসিরুল ইসলাম ইতিমধ্যে বিশ্বখ্যাত প্রকাশক এমেরাল্ড এর সাথে তিনটি বই প্রকাশ করেছেন, যা ইউনাইটেড কিংডম থেকে প্রকাশিত হয়েছে। এই বইগুলির মাধ্যমে তিনি তার গবেষণা এবং জ্ঞানের প্রসার বিশ্ব দরবারে তুলে ধরেছেন। এছাড়াও, তিনি ব্লুমবেরি, স্প্রিংগার, টেইলর এবং ফ্রান্সিসের মতো প্রকাশকদের সাথে আরও অর্ধ ডজন বইতে অবদান রেখেছেন। তার এই অবদানগুলি একাডেমিক জগতে তার স্থান আরও দৃঢ় করেছে এবং তাকে একজন প্রতিষ্ঠিত লেখক ও গবেষক হিসেবে পরিচিত করেছে। সারকুলার ইকোনমি, হিউমান রিসোর্স, অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট, এস ডি জি সহ বিভিন্ন বিষয়ে তার রিসার্চ রয়েছে বিশ্বসেরা জারনালে। দক্ষিণ এশিয়ান অঞ্চলে কেস স্টাডি রিসার্চের ক্ষেত্রে অন্যতম উচ্চ প্রভাব এবং সংখ্যা অর্জন করেছেন, যা তাকে এই অঞ্চলের একজন অগ্রণী গবেষক হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে Management Trainee হিসেবে শুরু কারিয়ারে তিনি Standard Chartered ও Eastern Bank এর মত মালটি ন্যাশনাল ও লোকাল ব্যাংক গুলতে তিনি কাজ করেছেন । তিনি শুধু একজন অ্যাকাডেমিক পেশাজীবীই নন, বরং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ১২ (SDG 12) এর একজন সমর্থক এবং রিসারচার। তিনি এসডিজি এবং সাসটেইনাবিলিটি বিষয়ক সচেতনতা বাড়ানো এবং পলিসি পরিবর্তনে প্রভাব ফেলার জন্য সক্রিয়ভাবে কাজ করে থাকেন। কাজী তাফসিরুল ইসলামের শিক্ষাগত যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, যেখানে তিনি ব্যাচেলর অফ বিজনেস ডিগ্রি অর্জন করেন First Class with Distinction। এই ইউনিভার্সিটি থেকে তার শিক্ষা গ্রহণের পর তিনি আরও উচ্চতর শিক্ষা লাভের জন্য যুক্তরাজ্যে যান। সেখানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অফ ডান্ডি থেকে। তার অসামান্য শিক্ষাগত কৃতিত্বের জন্য তিনি ডিস্টিংকশনের সাথে সম্মানিত হয়েছেন এবং 'Best Student Award' অর্জন করেছেন।

কাজী তাফসিরুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed