প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সাইফুদ্দীন চৌধুরী
জন্ম সিরাজগঞ্জ জেলায় ১৯৪৯ সালের ১৮ অক্টোবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. । বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলাের বিভাগের অধ্যাপক। প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থাবলি : 'Historic Sonargaon', 'Our Folk Art : Our Tradition', 'oifa antys লােকগল্প’, ‘পতিসরে রবীন্দ্রনাথ, 'Early Terracotta Figurines of Bangladesh', তাম্রপট্টোলীতে লােকায়ত বাংলা ও অন্যান্য প্রবন্ধ এবং ‘রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গের কিছু কথা।