প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
হামিদা বেগম
তরুণ কবি ও কথাসাহিত্যিক আহ্সান-উল-বারী সুজন, ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার গোপালপুর গ্রামে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। এ্যাডওয়ার্ড স্কুল হতে এসএসসি পাস করে মোমেনশাহী মহাবিদ্যালয় হতে এইচএসসি এবং স্নাতক শেষ করেন। বর্তমানে তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কর্মজীবনে ব্যতিব্যস্ত রয়েছেন। পিতা মোঃ আয়ুব আলী এবং মাতা মোছাঃ ছায়া আক্তারের মেঝো সন্তান আহ্সান-উল-বারী সুজন লেখালেখিতে আসেন নিতান্তই শখের বসে। শখের বসে হলেও ইতিমধ্যে সে তার লেখনশৈলীর মধ্য দিয়ে পাঠক মহলে আলাদা একটা জায়গা করে নিয়েছেন। তার গল্পের চরিত্র চিত্রণ, বিষয়বস্তু, কাহিনির প্রাসঙ্গিকতা, শব্দ চয়ন, ভাষার লালিত্য এবং বর্ণনা শৈলী; সবকিছু মিলিয়ে তার লেখার নান্দনিক সৌকর্য এবং উৎকর্ষতা নির্মোহ পাঠককেও বিমোহিত করার অপেক্ষা রাখে। ‘অনুভবের অন্যনাম ভালোবাস’ লেখকের চতুর্থ গ্রন্থ। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থÑ কান্ডারী (ছোট কাগজ), ত্রী-উৎসব (উপন্যাস) এবং চাঁদের চোখে অশ্রæ (কাব্যগ্রন্থ)। এছাড়াও নাটকের স্ক্রিপ্ট এবং চলচ্চিত্রের গল্প লেখায় তিনি সিদ্ধহস্ত।