প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কবির মুক্তাদির
"কবির মুক্তাদির।জন্ম ২৩ জুলাই,বগুড়ায়। কবিতার সাথে তার সখ্যের সূচনা হয়েছিল ছোটবেলায়, বাবার সংগ্রহে থাকা কবিতার বই পড়ে।মাধ্যমিকে পড়ার সময় বগুড়ার স্থানীয় পত্রিকা "দৈনিক সাতমাথা"- এর সাহিত্য পাতায় লিখতেন ছড়া ও কবিতা।দুই বাংলার বিভিন্ন সাহিত্য সাময়িকী যেমন "বাংলার কবিতাপত্র", "নোঙর", "নীহারিকা" প্রভৃতিতে তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। "বাংলার প্রকাশন" থেকে প্রকাশিত "অকালসন্ধ্যার কথন- দ্বিতীয় পাঠ" গল্প সংকলনে তার একটি ছোটগল্প প্রকাশিত হয়েছিল ২০১৭ বইমেলায় । কবিতাই তার আগ্রহের কেন্দ্রবিন্দু।মাঝে মাঝে ছোটগল্পে আঁকতে চেষ্টা করেন জীবনের প্রতিচ্ছবি। "মৃত শহর" তার প্রথম কবিতাগ্রন্থ।