Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Masuma Khanom books

follower

ড. মাসুমা খানম

মাসুমা খানমের জন্ম ১৯৬০ সালের ১ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার মনইল গ্রামে। পিতা মাে. কাসেম আলী সরদার ও মাতা আমেনা বেগম। ১৯৭৫ সালে এস.এস.সি এবং ১৯৭৮ সালে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স, ১৯৮২ সালে এম.এ ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৯৭ সালে নজরুল সাহিত্যে নারী: প্রাসঙ্গিক বিশ্লেষণ শীর্ষক অভিসন্দর্ভের জন্যে এম. ফিল এবং ২০০২ সালে বাংলা লােকগীতিকার শিল্পরীতি’ অভিসন্দর্ভের জন্য পিএইচ. ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালে একটি বেসরকারি সংস্থায় চাকরির মাধ্যমে ড. খানমের কর্মজীবন শুরু হয়। সেখান থেকে ১৯৯১ সালে রাজশাহীর বাগমারাস্থ মচমইল ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে যােগদান করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। দেশের স্বীকৃত জার্নালে তার একাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া দেশের পত্রপত্রিকায় তিনি ছােটগল্প লিখে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থ: নজরুল চেতনায় নারী ও নারীতু (২০০১), ছােটদের কবিতা লেখার নিয়মকানুন (যৌথ- ২০০৪)

ড. মাসুমা খানম এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed