প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সেলিনা বাহার জামান
সেলিনা বাহার জামান নানা কারণে দেশে পরিচিত। অধ্যাপনা তার পেশা। ৩৬ বছর দেশের তিনটি প্রধান সরকারী কলেজ-ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করে অবসর নিয়েছেন। দেশের এক বিশিষ্ট শিক্ষিত পরিবারে ১৯৪০-এর ১৫ ফেব্রুয়ারি কলকাতায় তাঁর জন্ম। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি ও ক্রীড়াজগতে ছিল তাঁর পরিবারের দৃপ্ত পদচারণা। তৎকালীন সমাজের রক্ষণশীল পরিবেশে এই পরিবারটি ছিল ব্যতিক্রমী । বাবা হবীবুল্লাহ বাহার, মা আনােয়ারা বাহার চৌধুরী ও ফুফু শামসুন নাহার মাহমুদ ছিলেন সে যুগের আলােচিত মানুষের প্রতিনিধি । এই ধারাবাহিকতায় সেলিনা বাহার জামানও দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কলকাতায় প্র্যাট মেমােরিয়াল স্কুলে তাঁর লেখাপড়া শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে। স্নাতকোত্তর ডিগ্রী শেষে অধ্যাপনায় যােগ দেন। নজরুলের ওপর তাঁর সম্পাদনায় দুটি বই নজরুল পাণ্ডুলিপি ও নজরুলের ধূমকেতু গবেষকদের জন্য অতি মূল্যবান । স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন ৭টি। ২০০৪ সালের ‘অনন্যা শীর্ষ দশ’-এর একজন। দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য কলামে তাঁর আত্মজীবনীমূলক রচনা পথে চলে যেতে যেতে পাঠকমহলে অত্যন্ত সমাদৃত হয়েছে, এখন তা পুস্তকাকারে প্রকাশিত বইটি সাতচল্লিশে দেশবিভাগ পরবর্তীকালে এদেশে সংস্কৃতিচর্চার প্রতিচ্ছবি । ২০০৪ সনের ১ ডিসেম্বর আকস্মিক মৃত্যুতে সেলিনা বাহার জামানের কর্মবহুল জীবনের যবনিকাপাত ঘটে।