প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ওয়ানিয়া কাইউম
ওয়ানিয়া কাইউম এক বিরল প্রতিভার নাম। সেই ছোটবেলা থেকে বাবা-মায়ের কাছে গল্প শুনতে শুনতে সে নিজেই একসময় হয়ে ওঠে একজন গল্পকার। বাবা মায়ের তৃতীয় সন্তান ওয়ানিয়া কাইউম সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবা মোহাম্মদ আব্দুল কাইউম একটি আন্তর্জাতিক বেসরকারী বিমান সংস্থায় ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত এবং তার মা সাকিনা কাইউম বহুমাত্রিক কবি, লেখক, কণ্ঠশিল্পী, আবৃত্তিশিল্পী, শিক্ষক এবং একজন উদ্যোক্তা। গল্প বলার পাশাপাশি ওয়ানিয়া কাইউম ছবি আঁকতে, গান গাইতে এবং নাচতে ভীষণ পছন্দ করে। মাত্র সাত বছর বয়সেই সে শৈল্পিক কর্মকাণ্ডের জন্য বেশকিছু পুরষ্কার অর্জন করেছে। তার বানিয়ে বানিয়ে গল্প বলার প্রতিভা পরিচিতজনদের নজর কাড়লে তার মা গল্পগুলো লিখিত আকারে রূপান্তর করেন এবং সেই গল্পগুলোর পান্ডুলিপি প্রকাশনীতে জমা দেন, আর এভাবেই সৃষ্টি হয় ‘আমার বন্ধু টুইকি’ নামক শিশুতোষ গল্পের বইটি। ওয়ানিয়া কাইউম এর শুভাকাঙ্ক্ষীরা বিশ্বাস করেন, অগণিত রঙিন মলাটের ভীড়ে এই বইটি সকল শিশুদের কাছে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে।