Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Vhogiroth Das books

follower

ভগীরথ দাশ

বিপ্লবতীর্থ পটিয়ার ঐতিহ্যঋদ্ধ সুচক্রদণ্ডী গ্রামে ১৯৭৩ সালে জন্ম ভগীরথ দাশের। ছোটোবেলা থেকেই ক্রীড়া-অন্তপ্রাণ আমাদের এই নিভৃতচারী বন্ধুটি ‘পটিয়া সততা ক্লাবে’র অধিনায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছে স্কুল-জীবনেই। পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ফুটবল ও ক্রিকেট খেলেছে। লেখাপড়ার পাশাপাশি মাঠে নিয়মিত ধারাভাষ্য দেওয়া ও আম্পায়ার-সহকারী রেফারির গুরুদায়িত্বও পালন করেছে দীর্ঘদিন। ‘বর্ণরেখা খেলাঘর ক্রিকেট টিমে’র কোচও ছিল কিছুকাল। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়েই বাবার হাত ধরে পত্রিকা, সাময়িকী ও গল্পের বই পড়ার হাতেখড়ি। খেলার মাঠ থেকে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘরে’ এসে জড়িয়ে পড়ে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে। লেখালেখির সূত্রপাতও এখানে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে বর্ণরেখা খেলাঘর আসরের সভাপতি ও সাধারণ সম্পাদকের, ‘খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি হিসেবে শিশু-কিশোরদের সুকুমারবৃত্তির চর্চা ও অধিকার-আদায়ে কাজ করে চলেছে নিরন্তর। যুক্ত আছে সাহিত্যগোষ্ঠী মালঞ্চ, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের সাথে, অভিনয় করেছে কয়েকটি নাটকে, বর্তমানে সে ‘পটিয়া থিয়েটারে’র সাধারণ সম্পাদক। বিভিন্ন সময়ে তার সম্পাদনায় কয়েকটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। হিসাববিজ্ঞান (এমকম), আইন (এলএলএম) ও শিক্ষায় (এমএড) স্নাতকোত্তর সম্পন্ন করা ভগীরথ দাশ বর্তমানে চট্টগ্রামের পটিয়া পৌরএলাকার ‘খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে’ হিসাববিজ্ঞান-বিষয়ের সিনিয়র-প্রভাষক হিসেবে কর্মরত। এ ছাড়া সে পটিয়া আইন কলেজের প্রতিষ্ঠাতা- পরিচালক।

ভগীরথ দাশ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed