প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনার নিবেদিতপ্রাণ শিক্ষক বিশিষ্ট লেখক মোঃ ফজলুল হক একজন মুক্তিযোদ্ধা। যৌবনের উদ্দাম দিনগুলোতে তিনি ছাত্ররাজনীতির মধ্যদিয়ে প্রত্যক্ষ করেছেন ছেষট্টি, সাতষট্টি, উনসত্তর, সত্তর, একাত্তর। বাঙালির জাতীয় জীবনের প্রধান এই বাঁকগুলো তাঁর চিন্তা ও মননকে তাই স্বাদেশিকতার ছাঁচে গড়ে তুলতে সাহায্য করেছে। ফলে মানুষ ও তার আর্থসামাজিক রাজনৈতিক জীবনের নানা করণ উদ্ভাসিত হয়ে ওঠে তাঁর বোধ ও উপলব্ধির অনন্যশ্বৈরীতে। এক অমূল্য ভাবনার যথার্থ রূপায়ণে সময় ও স্বদেশের পরিব্যাপ্ত পটভূমিতে প্রবন্ধ সংকলন 'মিরাকল বাংলাদেশ' হয়ে উঠেছে ব্যস্তবেরই প্রতিলিপি নয় শুধু, সমাজেরই এক সম্পূর্ণ অন্য আদল। যেখানে অনেক সাধারণ কথাও অসাধারণ হয়ে উঠেছে তার মননস্পর্শে এবং নতুন নতুন ভাবনার বিস্ময় ফুটে উঠেছে শব্দমালার শেকলে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছাড়িয়ে যাতে সমাজবোধের তীব্রতা দ্যোতিত হয়েছে বিশ্লেষণী মনের প্রখরতায়। মোটকথা তাঁর লেখা ভাবায় বোধে ছোঁয়ায় সোনার কাঠি আর হৃদয়কে কেন্দ্র করে গড়ে তোলে মোহময় স্বাপ্নিকের গেরস্থালী। ১৯৭৪ সালের ১১ নভেম্বর চট্টগ্রাম সরকারী কমার্স কলেজে ব্যবস্থাপনার লেকচারার হিসেবে যোগদানের মধ্যদিয়ে তাঁর শিক্ষকতা জীবনের শুরু। এরপর পটিয়া সরকারী কলেজ, নোয়াখালী সরকারী কলেজ, হাজী মুহম্মদ মহসীন কলেজ, লক্ষ্মীপুর সরকারী কলেজে শিক্ষকতা এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ডে উপসচিব পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সরাইপাড়া স্কুল এন্ড কলেজে প্রেষণে অধ্যক্ষ