clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Le: Cornel M. M. Ikbal Alam, PSC (Rtd) books

follower

লে: কর্নেল এম এম ইকবাল আলম, পিএসসি (অব:)

জন্ম ঢাকার গেন্ডারিয়ায় ১৯৫১ এর ০১ জুন। গেন্ডারিয়া হাই স্কুল ছেড়ে ১৯৬৩ তে গ্রামের ইতনা হাই স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৬ তে এসএসসি এবং ১৯৭০ এ আযম খান কমার্স কলেজ, খুলনা থেকে বি কম সম্পন্ন করেন। এরপর ঢাকায় প্রত্যাবর্তন। ২৫/২৬ মার্চ ৭১ রাতে পাক আর্মির হত্যাযজ্ঞ শুরু হলে নিজ চোখে ঘুরে ঘুরে দেখা কালে সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধে যাবেন। তারপর ২৯ মার্চ ঢাকা ত্যাগ, গ্রামে গমন, একটি ট্রেনিং এর সুযোগ ও মে ২৫ এ ভারতে প্রবেশ করেন। ট্রেনিং পান আরো দুই স্থানে। দুইবার দেশে ঢোকেন, প্রথমে জুলাইতে পরে অক্টোবরে। পাঁচ স্থানে এম্বুশ ও দখলের সুযোগ হয়। যার চারটি সফল ও একটি পরিত্যাক্ত। এলো স্বাধীনতা। ৩০ জানুয়ারি ৭২ ঢাকা স্টেডিয়াম থেকে পিলখানা গমন, হলেন মিলিশিয়া থেকে রক্ষী বাহিনী। ৭২ জুলাইয়ে বিনা রক্তপাতে পাবনা ও সিরাজগঞ্জ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেন। এরপর চট্টগ্রামের অপারেশনে পাঁচ ছয় মাস। মাঝে ১০ মাস ভারতে ট্রেনিং করে, ট্রেনিং সেন্টার সাভার থেকে গিলাতলা। সেনাবাহিনীর সাথে ঢাকায় এক ট্রেনিং প্রস্তুতি পর্বে, হয়ে যায় জাতির পিতা হত্যা। এরপর হলেন সেনাবাহিনীর অংশ। তিনবার অফিসিয়াল পদ্ধতিতে চেষ্টা করেও মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখাতে পারেননি। শেষ পর্যন্ত ২০০০ সনে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেও পার্বত্য চট্টগ্রামে বিনা রক্তপাতে ৭টি সফল অভিযানের নেতৃত্ব দিয়ে ছিলেন- যার মধ্যে ৮০ সনে ক্যাপ্টেন বাবুল তংচংগ্যা, শান্তি বাহিনীকে আটক ও থানচি-মদকে ফেব্রুয়ারি ৭৮ এ হিরোইন ক্ষেত ধ্বংস উল্লেখযোগ্য- মুখেই শত প্রশংসায় তা শেষ হয়। ২০০১ এ সেনাবাহিনী থেকে অবসর কালীন ছুটিতে একটি গবেষণা মূলক অঙ্কের বই লিখেন। প্রকাশ হয় ২০১৭ সালে, তাছাড়া লেখকের আছে কবিতা, সনেট, শিশুতোষ, অনুপ্রাস ও চতুষ্পদি কাব্যর গ্রন্থ সমূহ। আশা করি বেঁচে থাকলে লিখে যাবেন ভবিষ্যতেও।

লে: কর্নেল এম এম ইকবাল আলম, পিএসসি (অব:) এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed