clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Alim books

follower

আব্দুল আলিম

কবি পরিচিতি: নব প্রজন্মের তরুণ কবি আব্দুল আলিম ১০ই নভেম্বর ১৯৯৯ ইং সালে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা তালুকরহিমাপুর গ্রামে নানার পারস্পারিক এলাকায় চকরহিমাপুর বে-সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাসরুমে জন্ম গ্রহণ করেন। তার পৈতিক নিবাস একই থানার তালুককানুপুর ইউনিয়ন সমসপাড়া গ্রামে। পিতা আজিজার রহমান, মাতা আনজুয়ারা বেগম। ছোট বেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগ। তিনি ২০১১ সাল থেকে লেখালেখি করেন। ছড়া, কবিতা, গল্প উপন্যাসসহ বাণী চিরন্তন ও গজল, গান রচনা করেছেন। 'গণমানবের প্রাণের জাহাজ' বইটির মধ্য দিয়ে পরিচিতি লাভ করছেন। এছাড়া বেশ কিছু একক ও যৌথ কাব্যগ্রন্থ রচনা করেছেন। গণজীবনের করুন চিত্র বিশ্বাস্ততার সাথে অঙ্কন করেন। এছাড়াও তিনি দেশ প্রেম, স্বাধীনতা চেতনা ও নারী জাগরণ শিক্ষা ও চিন্তক। অল্প বয়সে কবিতা রচনা করতে তিনি মানব ধর্মের প্রতি আরো ঝুঁকি নিয়ে কবিতায় সুর এনেছেন। রোমান্টিক কবিতার প্রাণপুরুষ তার রচনার মধ্য দিয়ে চার পাশের বাস্তব জগৎ দেখার আহ্বান জানিয়েছেন ছন। বাস্তব জীবনের শিল্পী হিসাবে স্বাক্ষর রেখেছেন। ২০১৮ সালে 'লেখক' ক্ষুদ্র একটি বই প্রকাশিত করেন। কিন্তু অত্যন্ত দারিদ্র্যের জন্য সাহিত্য সাধন নিরববিছিন্ন হয়ে পড়ে। আর এমনতা অবস্থায় ধৈর্য, সহ্য, সময় ও সত্য তাকে সাহস জুগিয়েছে। শিক্ষা: নানার বাড়িতে প্রাক-প্রাথমিক পৈতিক নিবাস তালতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক, গোবিন্দগঞ্জ কলেজ গাইবান্ধা হতে উচ্চ মাধ্যমিক এবং বর্তমান বি.এ (অনার্স) অধ্যয়নরত। উৎসাহ: মা ও বাবা কাছ থেকে তিনি কবিতা লেখা প্রেরণা লাভ করেন। ক্রমাগত চলতে থাকার আপনপ্রিয়, গুরুজনসহ সকলের দৃষ্টিময় হয়ে ওঠায় তারা তাকে ভালোবাসা, সহযোগিতা ও দোয়া করেন। যার ফলে নব পথ চলা হয় আরো সহজ। প্রিয় পাঠক: ২০১১ সালে থেকে ছড়া ও কবিতার মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয় অর্জন করেন। পরবর্তীতে এর উপর ভিত্তি করে পত্র পত্রিকা, অনলাইন সংস্থাসহ গাইবান্ধা জেলার ভাবমূর্তি উজ্জ্বল করেন। ছোটবেলা থেকেই তিনি বই পড়তেই বেশি ভালোবাসতেন। সুযোগ পেলেই লেখার চেষ্টা করতেন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা দোয়ার মধ্য দিয়ে বঙ্গ থেকে বিশ্ব মাতিয়ে রেখে যেতে চান। আগামী প্রজন্ম, পাশে থাকুন সহযোগিতা করুন পরবর্তী বইগুলো আরো আর্কষণ প্রিয়। পেশা: পেশায় তিনি একজন ছাত্র। কবির শখ সাহিত্যচর্চা নতুন বন্ধুত্ব ও শিক্ষার উন্নয়নে কাজ করা এবং নতুন কিছু ভাবনা। ২০২০ সালে প্রকাশিত যৌথ রোমান্টিক কাব্যগ্রন্থ 'বিরহের নীল কান্না', নারীদের নিয়ে লেখা 'নীরবতা' দেশ ও জাতিকে নিয়ে লেখা 'কাব্যের ছন্দে বঙ্গবন্ধু'। আরো বেশকিছু যৌথ কাব্য প্রকাশনার কথা চলছে। ২০২২ সালে বই মেলা উপলক্ষে আসছে আরো দুটি কাব্যগ্রন্থ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ১. একবিন্দু রক্তদান, ২. আনন্দ দেব-দাবি নেই, ৩. দুঃখ নেই-সম্মান নেই, ৪. মাতৃত্ব গৌরব চিরভাস্বর, ৫. প্রকৃতি সুবর্ণ প্রদীপ, ৬. প্রাণহীন জীব। লেখক/কবি আব্দুল আলিম

আব্দুল আলিম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed