Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Adud Chowdhury books

follower

আবদুল অদুদ চৌধুরী

আবদুল অদুদ চৌধুরী ছিলেন মহান ভাষাআন্দোলনের ভাষা সৈনিক। '৫২'র ভাষাআন্দোলনে তিনি কুমিল্লার বিভিন্ন সভা-সমিতি ও মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন রাজনৈতিক সচেতন মানুষ। ঢাকায় ভাষাসৈনিকদের ওপর পুলিশের গুলির সংবাদ পেয়ে অস্থির হয়ে ওঠেন এবং কুমিল্লায় ভাষাআন্দোলন সংগঠিত করার লক্ষ্যে অন্যদের সাথে নিজেকে নিয়োগ করেন। আবদুল অদুদ চৌধুরী ১৯১৩ সালে কুমিল্লার সদর উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুল হাকীম চৌধুরী। শৈশব-কৈশোরে তিনি স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। পরে শহরে এসে তিনি বঙ্গ বিদ্যালয়ে ভর্তি হন। এই বিদ্যালয়ের বর্তমান নাম কুমিল্লা হাইস্কুল। এই বিদ্যালয় থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন। পড়াশোনা শেষ করে কুমিল্লা রাজস্ব অফিসে চাকরি নেন। এই সময় 'বীজাঙ্কুর' রচনা ও প্রকাশের কারণে তাঁর চাকরি হারাতে হয়। হুলিয়াজারি করা হয় ও উপন্যাসটি নিষিদ্ধ করা হয়। এক পর্যায়ে কোর্টে মোচলেকা দিয়ে রেহাই পান সরকারি রোষানল থেকে। '৭১-এ সপরিবারে ভারত যান, প্রশিক্ষণ গ্রহণ করেন। যুদ্ধ করেন এবং মিত্রবাহিনীর সমন্বয়ক হিসেবে কাজ করেন। জীবনের অন্তিমে তাঁর ব্রেইন স্ট্রোক হয়। ১২ বছর শয্যাশায়ী ছিলেন। দুঃখ কস্টে জর্জরিত, ভাষাআন্দোলনের প্রথম ঔপন্যাসিক, মুক্তিযোদ্ধা ও অধ্যত্মবাদে বিশ্বাসী আবদুল অদুদ চৌধুরী ২০০৮ সালের ১৩ ডিসেম্বর লোকান্তরিত হন।

আবদুল অদুদ চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed