Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdullah Al Mamun books

follower

আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন নন্দিত কবি ও কথাশিল্পী আব্দুল্লাহ আল মামুন প্রায় তিন যুগ ধরে আমাদের সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে দৃপ্ত পদচারণা করে চলেছেন। সমকালীন সমাজ বাস্তবতা, দেশপ্রেম, প্রকৃতির উদার প্রেমের অনুসঙ্গ তার রচনার প্রধান উপজীব্য বিষয়। রেডিও-টেলিভিশনের অনুষ্ঠান কার্যক্রমের সাথে জড়িত সেই আশির দশক থেকে। পরিবেশনায় নতুনত্ব আর নিজস্ব শৈলীতে প্রানবন্ত উপস্থাপনা তাকে স্বকীয় মর্যাদায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শিল্প-সাহিত্য সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিও পেয়েছেন ঘরে-বাইরে। এর মধ্যে ইসমাইল হোসেন সিরাজী স্বর্ণপদক (২০১১), রবীন্দ্র পদক (২০১২), নজরুল পুরস্কার (২০১৩), উত্তরণ সাহিত্য পুরস্কার (২০১৪), কবি জসিম উদ্দিন সাহিত্য স্বর্ণপদক (২০১৮), ভারতের পশ্চিমবঙ্গের একুশে পদক (১৪১৭ বাং), আসামের বিপিন চক্রবর্তী স্বর্ণপদক স্বর্ণ (১৪১৮ বাং) প্রভৃতি উল্লেখযোগ্য। তাঁর শৈশবকাল ও বেড়ে ওঠা রাজশাহীতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রয়াত গবেষক- মনিষী অধ্যাপক মুহম্মদ আবৃতালিব এবং রত্মগর্ভা মা বেগম আখতারী তালিবের গর্বিত সন্তান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে ১৯৮৯ সালে যোগ দেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে। একজন ডাকসাইটে আমলা হিসাবে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে সহধর্মিনী ফারাহনাজ মামুন, দু'তনয়া প্রিয়তি ও শ্রেয়তি এবং আদরের হুসনা মামনিকে (নাতনী) নিয়েই তাদের এই পৃথিবী।

আব্দুল্লাহ আল মামুন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed